Sunday, August 24, 2025

সুপার কাপে সাফল্য পেলেও, আইএসএল-এ এখনও পর্যন্ত ব্যর্থ ইস্টবেঙ্গল এফসি।। আইএসএলে টানা ছয় ম্যাচে জয়হীন থাকার পরেও ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত মনে করছেন, তাঁর দলের সেরা ছয়ে থেকে প্লে-অফ খেলার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। মঙ্গলবার যুবভারতীতে ফিরেও মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হার বাঁচাতে পারেনি লাল-হলুদ। লিগ টেবলে ১০ নম্বরে নেমে গিয়েছে দল। শনিবার লিগের লাস্টবয় হায়দরাবাদের বিরুদ্ধে পরের ম্যাচ কুয়াদ্রাতের দলের। আর্থিক সঙ্কটে থাকা কার্যত বিদেশিহীন হায়দরাবাদকে হারিয়ে জয়ের সরণিতে ফিরতে চায় ইস্টবেঙ্গল। এখনও ন’টি ম্যাচ বাকি তাদের। তাই ভাল ফল করতে পারলে সেরা ছয়ের দৌড়ে উপরের দিকেই থাকবে মশালবাহিনী। এদিকে নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে পায়ে গুরুতর চোট পাওয়ার জেরে বাকি মরশুম থেকে ছিটকে গেলেন ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার জোসে আন্তোনিও পার্দো। এদিন এমনটাই জানালো ইস্টবেঙ্গল।

মুম্বই ম্যাচে হারের ধাক্কার মধ্যে স্বস্তি ও অস্বস্তির কাঁটা লাল-হলুদে। স্বস্তি একটাই, কার্ড সমস্যায় মুম্বই ম্যাচ খেলতে না পারা অধিনায়ক ক্লেটন সিলভা পরের ম্যাচে ফিরছেন। অস্বস্তি বেড়েছে চারটি হলুদ কার্ড দেখে ফেলায় হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারবেন না নির্ভরযোগ্য উইঙ্গার নাওরেম মহেশ সিং এবং সেন্ট্রাল ডিফেন্ডার লালচুংনুঙ্গা। তবে নবাগত দুই বিদেশি ফেলিসিও ব্রাউন এবং ভিক্টর ভাসকুয়েজকে নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ। দু’জনকে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চান কুয়াদ্রাত।

মুম্বই ম্যাচে হারের পর কুয়াদ্রাত বলেছিলেন, ‘‘আমাদের সেরা ছয়ে থাকার সম্ভাবনা এখনও একশো শতাংশ রয়েছে। আমি অন্তত বিশ্বাস করি এটা। আমি চাই, সমর্থকরাও বিশ্বাস করুক যে, আমাদের প্লে-অফে খেলার সম্ভাবনা এখনও রয়েছে। আমরা ওখানে পৌঁছনোর জন্য লড়াই করতে পারব বলেই বিশ্বাস করি।’’

এদিকে হায়দরাবাদ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ইস্টবেঙ্গল কোচ বলেছেন, ‘‘পরের ম্যাচে আমরা নুঙ্গা ও মহেশকে পাব না। তবে চারজন বিদেশিকে খেলানোর চেষ্টা করব। ভাসকুয়েজ ও ব্রাউন উন্নতি করছে। ক্লেটন দলে ফিরবে। তবে সাউল ক্রেসপোকে মনে হয় পাওয়া যাবে না পরের ম্যাচেও।’’

আরও পড়ুন- টেস্টে অভিষেক সরফরাজের, আবেগে ভাসলেন বাবা নওশাদ

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version