Friday, August 22, 2025

বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (Foreign Exchange Violation) লঙ্ঘন করার অভিযোগ! এবার সেই সংক্রান্ত এক মামলায় তলব করা হল মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। আগামী সোমবারই তাঁকে ইডির (Enforcement Directorate) দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই একটি মামলায় তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তলব করেছে বলে খবর। যদিও ইডির তরফে তিনি কোনও সমন পাননি বলেই জানিয়েছেন মহুয়া। তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদের দাবি তাঁর বিরুদ্ধে ওই ধরনের কোনও অভিযোগ আনা যেতে পারে না। আর সেকারণেই এবার পাল্টা আইনজীবী মারফৎ ইডিকে চিঠি পাঠাতে চলেছেন মহুয়া। তবে মহুয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপকে একেবারেই সহজভাবে দেখছে নে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে মোদি সরকার। লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের জোর করে হেনস্থা করার জন্যই এমন পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

এদিকে বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করেছে ইডি। আগামী বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি এদিন এক চিটফান্ড মামলার তদন্তে মুকুল রায়কেও ইডি হাজিরার নির্দেশ দিয়েছে বলে খবর। আগামী ১৯ ফেব্রুয়ারি দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। তবে মহুয়া হাজিরা দেবেন কী না তা এখনও স্পষ্ট নয়। ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে গত ডিসেম্বরেই মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি। ৪৯৫ পৃষ্ঠার রিপোর্ট তারা জমা দেয়। ওই রিপোর্ট পড়ে দেখার জন্য সময় চেয়েছিল তৃণমূল। এরপরই এথিক্স কমিটি রিপোর্টে মহুয়াকে কড়া শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়। সেই সঙ্গে বাতিল হয়ে যায় তাঁর সাংসদ পদ।

 

 

 

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version