Friday, August 22, 2025

আপাতত পাঞ্জাব যাচ্ছেন না: কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েও ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

কৃষক আন্দোলনের পাশে আছেন। তবে, আপাতত পাঞ্জাব (Punjab) সফরে যাচ্ছেন না। বৃহস্পতিবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ”কৃষক আন্দোলনকে আমি সমর্থন করি। আমি কেজরিয়ালকে জানিয়েছি। ওঁদের পাশে আছি আমরা। কিন্তু পাঞ্জাব আমি এখন যাব না।”

২১  ফেব্রুয়ারি পাঞ্জাব যাওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর। সেখানে আপ (AAP) সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Mann) পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ  কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গেও দেখা করে বৈঠক করার ছিল তাঁর। বুধবার সেকথা জানিয়েছিলেন মমতা। কিন্তু এদিন তিনি নিজেই জানান আপাতত সফর বাতিল। অধিবেশন থেকে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এমন একটা সরকার চলছে যারা পাকিস্তানকেও হার মানিয়ে দিয়েছে। দিল্লিতে এখন ব্ল‍্যাক গভর্মেন্ট চলছে। বিজেপি হাসছে, আর দেশটাকে জ্বালিয়ে দিচ্ছে। কৃষকরা আন্দোলন করছে, আর দেশের সরকার পেরেক পুঁতে বেড়াচ্ছে। এর থেকে লজ্জার আর কী হতে পারে। কৃষক আন্দোলনকে আমি সমর্থন করি। আমি কেজরিয়ালকে জানিয়েছি। ওঁদের পাশে আছি আমরা। কিন্তু পাঞ্জাব আমি এখন যাব না।“

পাঞ্জাবের কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে আগেই X হ্যান্ডলে পোস্ট করেছিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার, কৃষকদের উপর অত্যাচারের তীব্র নিন্দা করেছিলেন তিনি। এদিনও বিধানসভায় দাঁড়িয়ে কৃষক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে দিল্লির ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তবে এখনই পাঞ্জাব যাচ্ছেন না।

Related articles

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...
Exit mobile version