চোপড়ায় শিশুমৃত্যুতে কড়া পদক্ষেপ করুক কেন্দ্র: BSF-কে নিশানা করে গর্জে উঠলেন মমতা

চোপড়ার ঘটনা নিয়ে BSF-কে নিশানা করে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, বিধানসভায় (Assembly) বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “বিএসএফ-এর কাজ কী? সীমান্ত পাহারা দেওয়া। চোপড়ায় ৪টি বাচ্চা মারা যায়, আজ মাননীয় রাজ্যপালের কাছে আমাদের দল গিয়েছিল। এখানে ওরা ৩৩৪টি দল পাঠিয়েছে, তাহলে চোপড়ায় যদি ৪টি শিশু মারা যায়, শিশুদের জীবনের কী কোনও দাম নেই?“

এই ঘটনায় BSF-এর শাস্তির দাবি তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “বিএসএফ-এর আমি শাস্তি চাই, যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে। কড়া পদক্ষেপ নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। বিএসএফ আর কী করে বেড়াচ্ছে?“

সীমান্তে গেরুয়া ব্যাগ বিলোচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। বিস্ফোরক অভিযোগ করেন, “আমাকে একজন বিধায়ক অভিযোগ করেছেন, তাঁর বিধানসভা এলাকায়, একটা মসজিদ আছে, ইমামকে টেনে হেঁচড়ে বের করেছে মুর্শিদাবাদে। এলাকায় এলাকায় গিয়ে গেরুয়া রঙের প্যাকেটে জিনিস বণ্টন করছে। কে তোমরা? তোমার কাজ সীমান্ত পাহাড়া দেওয়া, তোমার কাজ বিজেপির ক্যাম্প করা নয়। ভোটের আগে বিজেপির ক্যাম্প করছে বিএসএফ-এর জবাব কারা দেবে?“

লোকসভা নির্বাচনে বাংলার মানুষ যাতে ভোট না দিতে পারে সেজন্য অনেক আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এই অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, উত্তরবঙ্গের চা বাগান এলাকার শ্রমিকদের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে বলে তাঁর কাছে খবর এসেছে। কেন্দ্রীয় সরকার নির্বাচনের আগে বন্ধ চা বাগান অধিগ্রহণের প্রতিশ্রুতি দেয় পরে তা পালন করে না। লোকসভা ভোটে চা বাগানের শ্রমিকদের কেন্দ্র বিরোধী ক্ষোভের প্রতিফলন পড়তে পারে বলে আশঙ্কা করেই বেছে বেছে চা শ্রমিকদের আধার কার্ড বাতিল করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। মুখ্যমন্ত্রীর কথায়, “কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ। ইলেকশনের আগেই আমি শুনলাম চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে। শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে, যাতে মানুষ ভোট দিতে না পারে।” প্রশাসনকে তিনি বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Previous articleমিলছে না খাবার, নেশা মুক্তি কেন্দ্র থেকে পালালো ১৮ জন আবাসিক
Next articleমুখ্যমন্ত্রীর মুখে প্রশংসা শুনে আপ্লুত চন্দননগরের সূর্য কুমার মোদকের কর্ণধার