Thursday, August 21, 2025

কূটনৈতিক সাফল্যের পর কাতার সফরে মোদি, প্রধানমন্ত্রী থানির সঙ্গে বৈঠক

Date:

মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় নৌসেনার আট জন প্রাক্তন আধিকারিককে মুক্ত করার পর বৃহস্পতিবার কাতার সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গে বৈঠকও করলেন ভারতের প্রধানমন্ত্রী। মোদির কাতার সফর প্রসঙ্গে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই রাষ্ট্রনেতার বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অর্থ এবং প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দীর্ঘ দিন ধরে কাতারের জেলে বন্দি ছিলেন ভারতীয় নৌসেনার আট জন প্রাক্তন আধিকারিক। কাতার আদালত তাঁদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে মোদির কাতার সফরের আগেই সেখানকার প্রশাসন গত ১২ ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হয় ওই ৮ জনকে। বিরাট এই কূটনৈতিক সাফল্যের পর প্রধানমন্ত্রীর এই সফর নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।

এপ্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি মোদি-থানির বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। দুই রাষ্ট্রনেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। দোহার আমিরি দিওয়ানে মোদির সম্মানে বিশেষ নৈশভোজেরও আয়োজন করেছিলেন থানি। উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম কাতার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেবার কাতারের সঙ্গে ৭টি চুক্তি সাক্ষরিত হয় ভারতের। এরপর দ্বিতীয়বার কাতার সফরে গেলেন মোদি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version