Thursday, August 28, 2025

আসন সমঝোতায় না! মমতা-কেজরির পথে হেঁটে উপত্যকায় একা লড়ার ঘোষণা ফারুকের

Date:

লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে ফের বড় ধাক্কা। মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের পর এবার একলা চলো নীতি নিলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ। ফলে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের যৌথ লড়াইয়ের কোনও সম্ভাবনা রইল না উপত্যকায়।

জম্মু-কাশ্মীর উপত্যকায় বিজেপির বিরুদ্ধে বিরোধীদের যৌথ লড়াইয়ের সম্ভাবনা খারিজ করে এদিন ফারুক আব্দুল্লাহ বলেন, “যদি আসন সমঝোতার প্রশ্ন ওঠে তাহলে আমি অন্য কোনও দলের সাথেই জোট করতে রাজি নই। আমি একক শক্তিতেই নির্বাচনে লড়াই করতে ইচ্ছুক। এই নিয়ে দ্বিমত থাকার প্রশ্নই ওঠে না।” অবশ্য কিছুদিন আগেই রাহুল গান্ধীর ভারত জরযাত্রাকে সমর্থন জানিয়েছিলেন ফারুক আব্দুল্লাহ। সেসময় তার বার্তা ছিল বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের ঐক্য এবং অখণ্ডতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। দেশকে বাঁচাতে হলে সমস্ত বিরোধ ভুলে একজোট হয়ে লড়তে হবে বিরোধীদের। সেই তিনি এবার সিদ্ধান্ত বদল করায় স্বাভাবিকভাবেই চাপ বাড়লো কংগ্রেসের।

প্রসঙ্গত, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় না গিয়ে একা লড়ার কথা ঘোষণা করেছিলেন। একই পথে হেঁটে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়ে দিয়েছেন কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগিতে যাবে না তারা। পাশাপাশি নীতীশ কুমার ‘ইন্ডিয়া’ ছেড়ে ফিরে গিয়েছেন ‘এনডিএ’তে। এহেন পরিস্থিতিতে কার্যত খন্ডবিখন্ড বিরোধীদের তৈরি করা ইন্ডিয়া জোট।

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version