Friday, January 9, 2026

খুশি-সম্মানিত: ‘বড় দায়িত্ব’ পেয়ে আপ্লুত সাগরিকা, মমতার ভূয়সী প্রশংসা

Date:

Share post:

তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় নারী শক্তির জয়জয়কার। তালিকায় চমক সাংবাদিক সাগরিকা ঘোষের (Sagarika Ghosh) নামে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে এই দায়িত্ব দেওয়ায় আপ্লুত সাগরিকা। বৃহস্পতিবার, সাংসদ পদে মনোনয়ন জমা দেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) বাংলার মধ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও (Video) বার্তা দেন সাগরিকা।

দিল্লিতে দীর্ঘদিন ধরে সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমে সাংবাদিকতা করছেন সাগরিকা ঘোষ (Sagarika Ghosh)। সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী তিনি। ১১ ফেব্রুয়ারি রাজ্যসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জানা যায়, তৃণমূলের (TMC) প্রার্থী হিসেবে রাজ্যসভায় যাবেন সাগরিকা। এদিন তিনি মনোনয়নও জমা দেন। এদিন মনোনয়ন জমা দেন মমতা বালা ঠাকুরও। ছিলেন অরূপ বিশ্বাস, ডেরেক ও’ব্রায়েন, নির্মল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তায় সাগরিকা বলেন,
”আমি অত্যন্ত খুশি এবং সম্মানিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই বড় দায়িত্ব দিয়েছেন। এটা একটা চমৎকার সুযোগ দেশের গণতন্ত্রের জন্য কাজ করার।” বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি সংসদে তাঁদের কথা পৌঁছতে চান বলে জানান সাগরিকা।

এই ভিডিও বার্তায় বাংলার মুখ্যমন্ত্র ভূয়সী প্রশংসা করেন সাগরিকা। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি সবসময়ে মহিলাদের এগিয়ে রাখেন, সুযোগ দেন। একজন মহিলা হিসেবে এই বিষয়টিতে তিনি গর্বিত বলেও মন্তব্য সাগরিকার। নিউজ চ্যানেলের সফল সাংবাদিক তথা উপস্থাপিকা সাগরিকা রাজ্যসভায় দলের মতামত নিয়ে সরব হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...