Wednesday, August 27, 2025

খুশি-সম্মানিত: ‘বড় দায়িত্ব’ পেয়ে আপ্লুত সাগরিকা, মমতার ভূয়সী প্রশংসা

Date:

তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় নারী শক্তির জয়জয়কার। তালিকায় চমক সাংবাদিক সাগরিকা ঘোষের (Sagarika Ghosh) নামে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে এই দায়িত্ব দেওয়ায় আপ্লুত সাগরিকা। বৃহস্পতিবার, সাংসদ পদে মনোনয়ন জমা দেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) বাংলার মধ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও (Video) বার্তা দেন সাগরিকা।

দিল্লিতে দীর্ঘদিন ধরে সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমে সাংবাদিকতা করছেন সাগরিকা ঘোষ (Sagarika Ghosh)। সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী তিনি। ১১ ফেব্রুয়ারি রাজ্যসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জানা যায়, তৃণমূলের (TMC) প্রার্থী হিসেবে রাজ্যসভায় যাবেন সাগরিকা। এদিন তিনি মনোনয়নও জমা দেন। এদিন মনোনয়ন জমা দেন মমতা বালা ঠাকুরও। ছিলেন অরূপ বিশ্বাস, ডেরেক ও’ব্রায়েন, নির্মল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তায় সাগরিকা বলেন,
”আমি অত্যন্ত খুশি এবং সম্মানিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই বড় দায়িত্ব দিয়েছেন। এটা একটা চমৎকার সুযোগ দেশের গণতন্ত্রের জন্য কাজ করার।” বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি সংসদে তাঁদের কথা পৌঁছতে চান বলে জানান সাগরিকা।

এই ভিডিও বার্তায় বাংলার মুখ্যমন্ত্র ভূয়সী প্রশংসা করেন সাগরিকা। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি সবসময়ে মহিলাদের এগিয়ে রাখেন, সুযোগ দেন। একজন মহিলা হিসেবে এই বিষয়টিতে তিনি গর্বিত বলেও মন্তব্য সাগরিকার। নিউজ চ্যানেলের সফল সাংবাদিক তথা উপস্থাপিকা সাগরিকা রাজ্যসভায় দলের মতামত নিয়ে সরব হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version