এবার বিদেশে পাড়ি দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

ক্রিকেট (Cricket) এখন শুধুমাত্র দেশের জন্য খেলা নয়, ফ্র্যাঞ্চাইজির দুনিয়ায় অন্যতম সেরা ট্রাম কার্ড। বিশেষ করে আইপিএলের (IPL) ব্যবসায়িক মডেল সারা ক্রিকেট বিশ্বের কাছে উদাহরণ। এখানে ইনভেস্ট করে কী ভাবে লাভ তুলতে হয় কী ভাবে, তা শিখিয়েছে আইপিএল (IPL)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সারা বিশ্বের কাছে যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এখন সেই মডেলকে আপন করতে চাইছে বিলেত ভূমি । তাই ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ (The Hundred Cricket League) বিকেন্দ্রীকরণের পথের কথা ভাবছে ইসিবি (England and Wales Cricket Board)। অর্থাৎ, টিমগুলো রেভেনিউ শেয়ারিং মডেলের দিকে ঝুঁকতে চলেছে। আর তাই এবার কেকেআর (KKR) বিদেশে পাড়ি দিতে চলেছে। এক কথায় বলতে গেলে বৃত্ত ছেড়ে বেরোতে চলেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। সূত্রের খবর ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজের লিগে টিম কিনতে চান বলিউড বাদশা।

ইংল্যান্ডের জনপ্রিয় কাউন্টি ক্রিকেটের বেশ কিছুদিন ধরে ভাটা এসেছে। একদিকে করের বোঝা বাড়ছে আর অন্যদিকে আয়ের রাস্তা কমছে। তাই নিজেদের চেনা বিতর্কিত টুর্নামেন্টের ফরম্যাট থেকে এবার বেরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুসরণ করতে চলেছে ECB। ক্রিকেটের জন্ম যে দেশে সেখানে যাতে কোনোভাবেই ২২ গজের লড়াই পিছিয়ে না পড়ে সেই কথা মাথায় রেখে এবার নতুন দৌড় শুরু। দেশের মাটিতে ফ্র্যাঞ্চাইজির দুনিয়ায় অন্যতম বড় নাম কেকেআরের (KKR) মালিকপক্ষ। হান্ড্রেডের টিম কেনার জন্য আগ্রহী শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ। মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালসও রয়েছে দৌড়ে। চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সবথেকে অবাক করার মতো বিষয় হলো এই গোটা ব্যাপারটায় নাম উঠে আসছে ললিত মোদিরও। এই নিয়ে কেউ কোনো মন্তব্য না করলেও এটা বেশ বোঝা যাচ্ছে যে ইংল্যান্ডের কাউন্টি টিমগুলো আইপিএলের সফল ফ্র্যাঞ্চাইজির মালিকদের বিশেষ গুরুত্ব দিতে আগ্রহী।

Previous articleপটাশপুরে নারকীয় ঘটনা, প্রেমদিবসে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে এলাকা দাপাল যুবক
Next articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ