বিশ্বের দ্রুততম জাদুকর সুবীর সরকার গত ১১ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। বলা যেতে পারে আধুনিক জাদু যুগের সমাপ্তি হল। সিনিয়র পিসি সরকারের পরে, তিনি বিশ্বের প্রতিটি প্রান্তে এবং ভারতের প্রতিটি রাজ্যে জাদু নিয়ে ভেল্কি দেখিয়েছেন।

প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁর বাল্যবন্ধু ছিলেন৷ সেই সূত্রে, তিনি দিল্লিতে ইন্দিরা গান্ধীর বাসভবনে গিয়েছিলেন এবং পরিবারের সকল সদস্যদের সামনে জাদু প্রদর্শন করেছিলেন৷ তিনি “রাইজিং সান” নামে খ্যাতি অর্জন করেছিলেন।
লন্ডন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল ও মায়ানমারে তিনি তার জাদু নিয়ে যান।তিনি ছিলেন “প্রমোথেশ বড়ুয়া” পুরস্কারপ্রাপ্ত। “বিজয়শ্রী” এবং রত্নশিরোমণি পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
তার মৃত্যুতে জাদুর জগতে শোকের ছায়া নেমে আসে।
