Sunday, November 16, 2025

জমিদারি হটাও, বাংলা বাঁচাও: স্লোগান বেঁধে এখনই পথে নেমে লড়াইয়ের নির্দেশ অভিষেকের

Date:

লোকসভা নির্বাচনের আগে জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে লড়াইয়ের সুর বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, তিনি নির্দেশ দেন, “অপেক্ষা করার সময় নেই, এখনই বিজেপির (BJP) বিরুদ্ধে রাস্তায় নামুন”। এর জন্য কর্মসূচি ঘোষণা করেন অভিষেক। জানান, ১৮ থেকে ২৫ মার্চ রাজ্যজুড়ে অঞ্চল ভিত্তিক ৩৩০০ শিবির করবে তৃণমূল। জমিদারি হটাও, বাংলা বাঁচাও- লোকসভা নির্বাচনের আগে স্লোগান দিয়ে লড়াইয়ের সুর বেঁধে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূলের বিরুদ্ধে সন্দেশখালি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করেছে বিরোধী রাম-বাম-কংগ্রেস। সন্দেশখালি নিয়ে চলছে বিরোধীদের রাজনৈতিক উস্কানি। এর বিরোধিতায় এদিনের বৈঠকে এই সব নিয়েই আন্দোলনের রূপরেখা জানিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)।

সন্দেশখালি নিয়ে যখন রাজ্যের শাসকদলকে আক্রমণের চেষ্টা করছে বিরোধীরা, তখন দিল্লিতে তৃণমূলের মহিলা সাংসদদের হেনস্থার ঘটনাকে তুলে ধরে রাস্তায় নামার নির্দেশ দেন অভিষেক। গত ৩ অক্টোবর ১০০ দিনের শ্রমিকদের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলেন। তার প্রতিবাদে এবার রাস্তায় নেমে আন্দোলন করবে তৃণমূল। ভার্চুয়াল সভা থেকে অভিষেক নির্দেশ দেন, আর অপেক্ষা নয়, এখনই বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামুন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘটনায় সংসদীয় কমিটি সমন তলব করেছে। অভিষেক বলেন, বিজেপি সাংসদ গাড়ি থেকে পিছলে পড়ে যাওয়া নিয়ে সমন পাঠানো হয়েছে! যখন দিল্লিতে আমাদের সাংসদদের নির্মমভাবে লাঞ্ছনা করা হয়েছিল, মহিলা সাংসদদের চুল ধরে টেনে নিয়ে গিয়েছিল পুলিশ- তখন কোথায় ছিল এই সংসদীয় কমিটি! এই প্রশ্ন তোলার নির্দেশ দেন  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সন্দেশখালি ইস্যুতে বিজেপি, সিপিআই এবং বিজেপিকে একযোগে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে চোপড়া নিয়েও সরব হন অভিষেক। বিএসএফের গাফিলতির কারণে ৪টি শিশু প্রাণ হারিয়েছে। তা নিয়ে কেন বিরোধীরা চুপ। এই শিশুদের প্রাণের কোনও মূল্য নেই? প্রশ্ন তুলে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বিষয়ে রাজ্যপালের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন অভিষেক। তিনি জানান, আমাদের প্রতিনিধিদল গভর্নরের সঙ্গে দেখা করে এবং তাঁকে চোপড়ার যাওয়ার কথা বলেন তৃণমূলের প্রতিনিধিরা। কিন্তু এখনও সেখানে যাননি সিভি আনন্দ বোস। অথচ বিজেপির প্রতিনিধি দল যখন  তাঁকে সন্দেশখালি যেতে বলল, তখন ২৪ ঘণ্টার মধ্যে তিনি সেখানে চলে গেলেন। এটাতেই বোঝা যায়, তাঁর কাছে কাদের গুরুত্ব বেশি। এই সব বিষয় নিয়েই দ্রুত রাস্তায় নেমে দলীয় কর্মীদের প্রতিবাদের নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version