Thursday, August 21, 2025

অবশেষে আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের ওপর একের পর এক হামলার ঘটনায় মুখ খুলল জো বাইডেন প্রশাসন। এই ধরনের হামলার ঘটনা আমেরিকায় কখনই বরদাস্ত করা হবে না, এই বার্তা দিয়ে প্রতিটি এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নজরদারি চালানোর দাবি জানানো হয় তাঁদের পক্ষ থেকে।

আমেরিকায় সম্প্রতি ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত বেশ কিছু পড়ুয়ার ওপর আক্রমণের ঘটনা পরপর ঘটে চলেছে। কয়েকটি ক্ষেত্রে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও কিছু ক্ষেত্রে তাঁদের ওপর আক্রমণ চালানো বা অবহেলার স্পষ্ট প্রমাণ মিলেছে। এমনকি প্রকাশ্যে বিনা প্ররোচনায় হামলার ছবিও ধরা পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় সব প্রশাসনের সঙ্গেই যোগাযোগ করা হয়েছে ভারতীয় হাই কমিশনের তরফে।

এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের স্ট্যাটেজিক কমিউনিকেশন বিভাগের কো-অর্ডিনেটর জন জানান, ‘কোনও জাতি, লিঙ্গ, ধর্ম বা অন্য ভেদাভেদের অজুহাত হিংসার ঘটনায় দেওয়া যাবে না। আমেরিকায় এধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।’ পাশাপাশি তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ও তাঁর প্রশাসন কঠোর, কঠোর পরিশ্রম করছে যাতে আমরা রাষ্ট্র ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সব ধরনের কাজ করার যাতে এই ধরনের আক্রমণের ঘটনাকে অন্যদিকে পরিচালনা বা ভেস্তে দেওয়া সম্ভব হয়। যারা এই ধরনের ঘটনাকে নিশ্চিতভাবে ধরে নেবেন তাঁরা জানবেন তাঁদের যথাযথ পদ্ধতি মেনে ধরা হবে।’

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version