Tuesday, November 4, 2025

কোটি কোটি কালো টাকার উৎস কী? বিজেপির বিরুদ্ধে ইডি তদন্তের দাবি উদ্ধবের শিবসেনার

Date:

রাজনৈতিক অনুদানের ক্ষেত্রে মোদি সরকারের ‘নির্বাচনী বন্ড’ (Election Bond) ব্যবস্থাকে বৃহস্পতিবারই ‘অসাংবিধানিক’ বলে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। শীর্ষ আদালতের এই নির্দেশকে এক সুরেই স্বাগত জানিয়েছে বিরোধী দলগুলি। যদিও সুপ্রিম কোর্টের ধাক্কা সামলাতে এই মুহূর্তে মাথা খারাপ হওয়ার অবস্থা বিজেপির (BJP)। নির্বাচনী বন্ড চালু হওয়ার পর থেকে রাজনৈতিক অনুদানের বেশিরভাগই ঢোকে মোদি-অমিত শাহের দলের ঝুলিতে। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের (Loksabha Election) আগে বেকায়দায় কেন্দ্রের মোদি সরকার। তবে বিজেপির পাল্টা সাফাই, সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান জানানো উচিত। এই ইস্যুতে বিরোধীরা অহেতুক রাজনীতি করছে। এবার বিজেপির বিরুদ্ধেই ইডি তদন্তের দাবি জানাল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (Shivsena)।

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের অভিযোগ, “সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে মোদি সরকারের ২০১৮ সালের নির্বাচনী বন্ড প্রকল্পটি একেবারেই অসাংবিধানিক ছিল। এই প্রকল্পের মাধ্যমে বিজেপি তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকিয়েছে। তিনি আরও অভিযোগ জানান, এই পরিমাণ টাকা কোথায় ব্যবহার হয়েছে? কে টাকা জমা করেছে এবং কীভাবে ওই টাকা ব্যবহার করা হয়েছে? বিজেপিকে অবিলম্বে এর উত্তর জনগণকে দিতেই হবে। সঞ্জয় মনে করিয়ে দেন, বিজেপির অ্যাকাউন্টে কোটি কোটি কালো টাকা এসেছে। আর সেকারণেই অবিলম্বে টাকা তছরুপ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তদন্তের দাবি জানান হয়েছে। রাউতের অভিযোগ ইতিমধ্যে বিজেপির অ্যাকাউন্টে অবৈধ উপায়ে ৭ হাজার কোটি টাকা এসেছে। সেই কালো টাকাই বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। কালো টাকা দিয়ে একের পর এক রাজ্যের সাংসদ ও বিধায়কদের কিনে নিতে চাইছে। বেআইনি আর্থিক লেনদেন আইনের অধীনে, এটি শুধুমাত্র একটি অর্থ পাচারের মামলা। আর সেকারণেই এই মামলার তদন্তভার নিজের হাতে তুলে নেওয়া উচিত।

তবে সঞ্জয়ের সুরে সুর মিলিয়ে উদ্ধব একেবারে বিজেপির বিরুদ্ধে ইডি তদন্তের দাবি জানিয়েছেন। দলের সাফ দাবি মোদি সরকারের উচিত বিজেপির অ্যাকাউন্টে কীভাবে কোটি কোটি কালো টাকা জমা হল তার সঠিক তদন্ত করা।

Related articles

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...
Exit mobile version