Wednesday, November 12, 2025

রোবটের ভুলে প্রাণ গেল ক্যানসারে আক্রান্ত মহিলার! প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে দায়ের মামলা

Date:

সার্জিকাল রোবটের (Surgical Robot) ভুলেই প্রাণ হারিয়েছেন ক্যানসারে (Cancer) আক্রান্ত স্ত্রী। এমনি অভিযোগ তুলে এক সার্জিকাল রোবট প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে এবার খুনের মামলা দায়ের করলেন আমেরিকার (America) এক বাসিন্দা। হার্ভে সাল্টজার নামে আমেরিকার ওই বাসিন্দার দাবি, কোলন ক্যানসারের চিকিৎসা চলছিল তাঁর স্ত্রীর। হার্ভে জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারি ইনটুইটিভ সার্জিকাল পদ্ধতিতে তাঁর স্ত্রীর চিকিৎসা হয়। রোবটের মাধ্যমে অস্ত্রোপচারের পর থেকেই স্যান্ড্রার শারীরিক অবস্থার অবন্নতি হতে শুরু করে। এমনটাই জানিয়েছেন হার্ভে। আর তার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হয় স্যান্ড্র্যার।

হার্ভের অভিযোগ, রোবটটির বিজ্ঞাপনে সংস্থার তরফে জানানো হয়েছিল মানুষের পক্ষে সম্ভব নয়, এমন সূক্ষ অস্ত্রোপচার রোবটি নির্ভুলভাবে করতে সক্ষম। অথচ হার্ভের অভিযোগ, স্যান্ড্র্যার অস্ত্রোপচারের সময় রোবটটি তাঁর ক্ষুদ্রান্ত্রে ফুটো করে দিয়েছিল। হার্ভের আরও অভিযোগ, সংস্থাটি আগে থেকেই জানত যে রোবটটির মধ্যে যান্ত্রিক ত্রুটি রয়েছে। তা সত্ত্বেও এই বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। আর সেকারণেই রোবট প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন আমেরিকার বাসিন্দা হার্ভে।

ইতিমধ্যে, স্ত্রীর মৃত্যুর কারণে রোবট প্রস্তুতকারী সংস্থাকে কাঠগড়ায় তুলে অবহেলা, পণ্যের দায়বদ্ধতা, নকশাগত ত্রুটি এবং ব্যক্তিগত ক্ষয়ক্ষতির জন্য ৭৫ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬২ লক্ষ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন হার্ভে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version