Sunday, November 9, 2025

ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা! পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু পুলিশ কনস্টেবলের

Date:

উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam) কেন্দ্রে ডিউটি (Duty) দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পুলিশ কর্মীকে পিষে দিল পিক আপ ভ্যান (Pick Up Van)। ঘটনাস্থলেই সৌভিক শাহ নামে এক কনস্টেবলের মৃত্যু হয়। অপর কনস্টেবল তপন দাস (Tapan Das) আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে (Murshidabad Medical College) চিকিৎসাধীন। দুই কনস্টেবলই ইসলামপুর (Islampur) থানায় কর্মরত বলে খবর। আচমকা এমন দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে দুর্ঘটনার পর পলাতক পিক আপ ভ্যানের চালক ও খালাসি। তারা উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে বাইকে চেপে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ডিউটি দিতে যাচ্ছিলেন সৌভিক ও তপন নামে ওই দুই কনস্টেবল। ইসলামপুরের পাহাড়পুর এলাকার নশিপুর হাই মাদ্রাসায় তাঁদের ডিউটি পড়েছিল বলে খবর। এদিন পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর কিছুটা আগে তাঁরা কিছুক্ষনের জন্য রাস্তার পাশে বাইক রেখে দাঁড়িয়েছিলেন। সেই সময় আচমকাই উল্টোদিক থেকে দ্রুত গতিতে একটি মুরগি বোঝাই পিক আপ ভ্যান এসে সজোরে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌভিকের। এরপর বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তপন দাসকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে খবর। পরিবার সূত্রে খবর, বছর কয়েক আগে পুলিশের চাকরি পেয়েছিলেন সৌভিক। এরপর ধীরে ধীরে সংসারে স্বচ্ছলতা ফিরছিল। ঠিক সেই সময় এমন এক দুর্ঘটনা সবকিছু তছনছ করে দিল। ইতিমধ্যে পরিবারের হাতে মৃত কনস্টেবলের দেহ তুলে দেওয়া হয়েছে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে ইসলামপুর থানার ব্যারাকে।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version