Wednesday, December 24, 2025

জয়ে ফিরল ইস্টবেঙ্গল , লিগ টেবিলের লাস্টবয় হায়দরাবাদ এফসিকে হারাল ১-০ গোলে

Date:

Share post:

আইএসএল-এ জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। এদিন লিগ টেবিলের লাস্টবয় হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারালো কার্লোস কুয়াদ্রাতের দল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ক্লেটন সিলভা। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে উঠে এল কুয়াদ্রাতের দল।

ম্যাচে প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় ইস্টবেঙ্গল। যার ফলে ম্যাচের ১১ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ক্লেটন। কার্ডসমস্যা মিটিয়ে একাদশে ফিরতেই ফের লাল-হলুদের হাল ধরলেন ক্লেটন। ক্লেটনকে লক্ষ্য করে বক্সের বাইরে বাঁদিক থেকে একটি ক্রস বাড়ন নিশু কুমার। হেডে গোল করে দলকে এগিয়ে দিতে এতটুকু ভুল করেননি ক্লেটন। এই মরশুমে এই নিয়ে ১২টি গোল করে ফেললেন লাল-হলুদের অধিনায়ক। এরপর ম্যাচের ২৩ মিনিটের মাথায় বক্সের প্রান্তে বিপজ্জনক অবস্থানে ইস্টবেঙ্গল একটি ফ্রি-কিক পায়। ক্লেটন ফ্রি-কিক থেকে শট নেয়। কিন্তু শটটি ক্রস-বারের ঠিক উপর দিয়ে বের হয়ে যায়। এরপর ম্যাচের ৪১ মিনিটে বড় সুযোগ নষ্ট করেন ক্লেটন। ওপেন গোল মিস করে বসেন তিনি। হায়দরাবাদের একটি মিস-পাসের ফলে বলটি ফেলিসিও পেয়ে যান। তিনি বক্সের ভেতর দিয়ে ক্লেটঙ্কে বল বাড়ান। গোলের ঠিক সামনেই দাঁড়িয়েছিলেন ক্লেটন। গোলে ঢোকানোর অপেক্ষা ছিল। কিন্তু ঠিক করে শট নিতে পারেননি। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে কুয়াদ্রাতের দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় থাকে লাল-হলুদের। ম্যাচের ৪৭ মিনিটে হিজাজি একটি গোলের সুযোগ নষ্ট করেন। হিজাজির কাছে একটি ক্রস বাড়ান ভাসকুয়েজ। যেটা হেডারে গোল করার সহজ সুযোগ ছিল। কিন্তু বারের ঠিক উপর বেরিয়ে যায় বল।এরপর বেশ কয়েকবার পজিটিভ আক্রমণে ঝাঁপায় হায়দরাবাদ। কিন্তু গোল করতে ব্যর্থ হয় তারা।

আরও পড়ুন- শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন জাদেজা


spot_img

Related articles

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রাখে হরি… থুড়ি স্বামী, মারে কে? সুন্দরবনে বাঘের মুখ থেকে স্ত্রীকে বাঁচানোর ‘গল্প’

রোজ রোজ পণের বা সন্দেহের বশে যেখানে স্বামীর অত্যাচারের শিকার বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তের গৃহবধূরা, সেখানে স্ত্রীর...