রেশন বন্টন মামলায় প্রথমবার জামিনের আবেদন জ্যোতিপ্রিয় মল্লিকের

তাঁর অসুস্থতার বিষয়টি তুলে ধরা হয়। জামিনের দ্বিতীয় কারণ হিসাবে প্রাক্তন মন্ত্রী উল্লেখ করেন রেশন বন্টন মামলায় কোনওভাবেই তিনি যুক্ত নন।

কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী সংস্থার আনা সব ধরনের অভিযোগের প্রতিবাদ করার পাশাপাশি সব রকম সহযোগিতাও করা হয়েছে রাজ্যের তরফে। তৃণমূলের দলীয় কর্মী থেকে রাজ্যের মন্ত্রী – গ্রেফতারির সংখ্যা ক্রমশ সিবিআই-ইডি বাড়িয়ে চললেও গ্রেফতারির পরেও সকলেই সহযোগিতা করেছেন তদন্তে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন বন্টন মামলায় গ্রেফতার হওয়ার পরই প্রাণ সংশয় নিয়ে ভর্তি হন হাসপাতালে। সেখানে থেকে সুস্থ হলে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। এই গোটা সময়টাতেই তদন্তে সহযোগিতা করে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী। অবশেষে গ্রেফতারির à§§à§§à§© দিন পরে প্রথমবার জামিনের আবেদন করলেন তিনি।

কলকাতার নগর দায়রা আদালতে শনিবার রেশন বন্টনের মামলা প্রথমবার জামিনের আবেদন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে শুক্রবার রাতে রাজভবন থেকে প্রকাশ করা বিবৃতিতে জানানো হয় জ্যোতিপ্রিয় মল্লিকের অধীনে থাকা দুটি দফতর – বন দফতর ও পাবলিক এন্টারপ্রাইজেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন দফতর – রাজ্যের দুই মন্ত্রী যথাক্রমে বীরবাহা হাঁসদা ও পার্থ ভৌমিকের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। রাজ্যের মানুষের পরিষেবা ও প্রশাসনিক কাজ যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্থ না হয়, তার জন্য মুখ্যমন্ত্রীর পরামর্শে এই বন্টন করা হয়।

রেশন বন্টন মামলার শুনানিতে মূলত দুটি বিষয়ের ওপর জোর দিয়ে জামিনের আবেদন করেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রথমত, তাঁর অসুস্থতার বিষয়টি তুলে ধরা হয়। জামিনের দ্বিতীয় কারণ হিসাবে প্রাক্তন মন্ত্রী উল্লেখ করেন রেশন বন্টন মামলায় কোনওভাবেই তিনি যুক্ত নন। মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার। জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পাচ্ছেন কি না, তা স্থির হতে পারে সেদিনই।