Tuesday, May 20, 2025

হিটলারি মানসিকতা, এজেন্সিরাজ একদিন শেষ হবে: বিতর্ক সভায় সরব মমতা

Date:

Share post:

একদিকে দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত, মানুষের বাকস্বাধীনতা নেই, বিরোধিতা করলেই কথায় এজেন্সি দিয়ে শাসানি, বিচার ব্যবস্থাও রাজনৈতিক চাপের মুখে। বর্তমান বিজেপি সরকারের শাসনে দেশের ভয়াবহ এই অবস্থা নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আশার আলো দেখিয়ে তিনি জানালেন, এই হিটলারি মানসিকতা, এই এজেন্সিরাজ একদিন শেষ হবে। মানুষ মাথা উচু করে বাঁচবে।

শনিবার শহরে এক বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিতর্কের বিষয় ছিল, “ভারতের নয়া সংবিধানের প্রয়োজন নেই।” বিতর্ক অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ বলছেন দেশের নতুন সংবিধান প্রয়োজন, কিন্তু আমি তা মনে করি না।” এরপরই সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আমি গর্ববোধ করি সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে প্রথম নির্বাচিত সাংসদ। তিনি আমাদের পথ দেখিয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন। এই সংবিধানে তার আদর্শ বৈচিত্র্যের মধ্যে ঐক্য জাগ্রত করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। এখানে স্বাধীনতা যেমন রয়েছে তেমনই রয়েছে লাগামছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের পথ। দেশের শিরদড়া আমাদের সংবিধান। আমাদের দেশে একাধিক রাজ্য, ভিন্ন ভিন্ন জাতি, ভাষা, মানুষ, আমাদের প্রত্যেককে ‘অধিকার’ দিয়েছে আমাদের সংবিধান।” তবে সাম্প্রতিক পরিস্থিতিতে যা চলেছে তা অত্যন্ত ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। আর এই ঘটনায় তিনি আঙুল তুলেছেন দেশের বর্তমান শাসকদল বিজেপির দিকে।

মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমানে যা চলছে তা অত্যন্ত ভয়াবহ। একজন সাধারণ মানুষ হিসেবে আমি তা কখনই সমর্থন করি না। আপনি কী খাবেন, কী পরবেন, কী ভাষায় কথা বলবেন সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সবাই দেখছে দেশে কি চলছে। কেউ মুখ খুলতে পারছে না। বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়েই বলছি, রাজনৈতিক চাপের মুখে দেশের বিচার ব্যবস্থার একাংশও। ‘সংবিধান’ যা এতদিন ছিল মানুষের জন্য তা এখন হয়ে উঠেছে এজেন্সি নির্ভর, এজেন্সি দ্বারা চালিত। প্রতিবাদ করলেই বাড়িতে ইডি চলে আসছে। সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে একটি দল। ওদেরও সত্য বলার অধিকার নেই। কারণ সত্য বললেই রাজনৈতিক কোপে ওদের ব্যবসা ক্ষতির মুখে পড়বে। দেশের স্বাধীনতার পর এমন ভয়াবহ অবস্থা কখনও হয়নি। সংসদে বিরোধীদের সাসপেন্ড করে বিল পাশ করানো হচ্ছে। দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে এরা।”

একইসঙ্গে মুখ্যমন্ত্রী যোগ করেন, “দেশের সংবিধানের তিনটি স্তম্ভ সাধারণ মানুষ, সংবাদমাধ্যম ও বিচার ব্যবস্থা। এরা এই তিনটি জায়গাকে দুর্বল করে দিচ্ছে। ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’ সংবিধানের অন্যতম সার কথাকে নষ্ট করে এরা করছে, এক দেশ এক আইন, এক দেশ এক ভোট, এক দেশ এক ভাষা। সবকিছু এককেন্দ্রিক করে তোলা হচ্ছে। এটা কখনও উচিৎ নয়। পরিবার কখনও একজনে হয়? সেখানে মা, বাবা, ভাই-বোন, অন্যান্য সদস্যরা থাকেন তবেই সেটা পরিবার। এরা ইতিহাস, ভুগোল, বিজ্ঞান সব বদলে দিচ্ছে, কোনদিন হয়ত বলবে, সূর্য, চাঁদ, তারা সব ওরা তৈরি করেছে।” তবে এর সঙ্গেই আশার আলো দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তবে দেশে এখনও কিছু মানুষ আছেন যারা কোনওদিন সত্যের পথ ছাড়বেন না। শুধুমাত্র এজেন্সি দিয়ে দেশ গঠন সম্ভব নয়। তাঁরা লড়াই করছেন। আজও প্রতি মুহূর্তে আমি লড়াই করছি। আমরা আশা রাখি এই হিটলারি মানসিকতা, এজেন্সিরাজ একদিন শেষ হবে। দেশের মানুষ মাথা উচু করে বাঁচবে।”

spot_img

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...