আজ লাল-হলুদের সামনে হায়দরাবাদ, জয় লক্ষ্য কুয়াদ্রাত

আজ আইএসএলের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি । হারের হ্যাটট্রিকের আতঙ্ক দূরে সরিয়ে লিগ টেবলে সবার নীচে থাকা হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। প্লে-অফে চোখ থাকলেও সেরা পাঁচের মধ্যে থাকার কথা এখন ভাবছেন না ইস্টবেঙ্গল কোচ। কার্লেস কুয়াদ্রাতের চোখ এখন ছ’নম্বর জায়গাটা। তার জন্য বাকি ৯ ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন লাল-হলুদ কোচ। প্রবল আর্থিক সংকটে থাকা অল ইন্ডিয়ান স্কোয়াড হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে এমনটাই জানিয়ে দিয়েছেন কুয়াদ্রাত।

মাত্র ১২ পয়েন্ট নিয়ে কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল এখন লিগ টেবলের একাদশ স্থানে । সুপার কাপ চ্যাম্পিয়নরা চোট আঘাত ও কার্ড সমস্যায় জেরবার। ক্লেটন সিলভা এই ম্যাচে ফিরছে। এটা যেমন স্বস্তি, তেমনই অস্বস্তি চারটে হলুদ কার্ড দেখায় শনিবার নির্ভরযোগ্য উইঙ্গার নাওরেম মহেশ সিং ও ডিফেন্ডার লালচুংনুঙ্গাকে পাবে না ইস্টবেঙ্গল। তবে স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজ এবং কোস্টারিকান স্ট্রাইকার ফেলিসিও ব্রাউনকে হায়দরাবাদের বিরুদ্ধে শুরু থেকে খেলাতে পারেন কুয়াদ্রাত। ক্লেটন, হিজাজি মাহের থাকছেন।
চার বিদেশিকে এই ম্যাচে পাওয়ায় কিছুটা স্বস্তি ইস্টবেঙ্গল কোচের। শুক্রবার কলকাতা থেকে হায়দরাবাদ পৌঁছয় মশালবাহিনী। এই ম্যাচে নামার আগে কুয়াদ্রাত বলেন, ‘‘আমাদের আবার মূল জায়গায় ফিরে যেতে হবে। বাকি ন’টা ম্যাচের জন্য নিজেদের সঠিক প্রস্তুতি নিতে হবে। যাতে আমরা আরও পয়েন্ট পাই এবং ছ’নম্বর জায়গাটা পাকা করতে পারি। প্রতিটি ম্যাচই আমাদের কাছে ফাইনাল।’’

হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী কুয়াদ্রাত। বলেছেন, ‘‘আমরা প্রত্যেকেই ফোকাসড। নুঙ্গা ও মহেশ, দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাব না। তবে অন্তত চারজন বিদেশিকে খেলাতে পারব। যেকোনও পরিস্থিতিতে তিন পয়েন্ট ছাড়া অন্য কিছু এখন আমাদের চাওয়ার নেই।’’

আরও পড়ুন- জোর ধাক্কা ভারতীয় শিবিরে , পারিবারিক সমস্যার কারণে তৃতীয় টেস্টে নেই অশ্বিন

Previous articleসন্দেশখালিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল
Next articleটিভির ভলিউম বাড়িয়ে নৃশংস খুন আট বছরের শিশুকে