Monday, August 25, 2025

চলে গেলেন বাংলা সিনেমার (Bengali movie) বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক (Anjana Bhowmik)। ষাট থেকে আশির দশকের বাংলা সিনেমায় ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। আজ চোখের জলে অতীত হল সবটাই। এবার অন্য সিনেমার দুনিয়ায় ‘চৌরঙ্গী’র নায়িকা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী(Actress Anjana Bhowmik)। শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন হাসপাতালে। শনিবার দক্ষিণ কলকাতার (South Kolkata) বেসরকারি হাসপাতালে সকাল ১০.৩০টা নাগাদ তিনি প্রয়াত হন।

উত্তম কুমারের সঙ্গে অঞ্জনা ভৌমিকের অনস্ক্রিন রসায়ন বাঙালি দর্শকের খুব পছন্দের ছিল। সিনেমা থেকে তিনি অনেকদিন দূরে সরে থাকলেও জামাই যিশু সেনগুপ্তর (Jishu U Sengupta) সঙ্গে মাঝেমধ্যেই ইন্ডাস্ট্রি নিয়ে আড্ডা দিতেন। মায়ের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন নীলাঞ্জনা ও চন্দনা। সেনগুপ্ত পরিবারের পাশাপাশি অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায় সহ ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেতারা অঞ্জনা ভৌমিককে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন বলে খবর।

কোচবিহারে মেয়ে অঞ্জনা ভৌমিকের আসল নাম আরতি। কুড়ি বছর বয়সে প্রথম বাংলা সিনেমায় অভিনয় করেন। তখনই নাম বদল। উত্তম কুমারের সঙ্গে তার জুটি যেন একটা আলাদা রসায়ন তৈরি করতো পর্দায়। মহানায়কের সঙ্গে যেমন ‘থানা থেকে আসছি’, ‘ চৌরঙ্গী’, ‘শুক সারী’, ‘রৌদ্র ছায়া’, ‘কখনো মেঘ’, ‘নায়িকার সংবাদ’ এর মতো সিনেমা করেছেন, তেমনই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মহাশ্বেতা’ ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে দর্শক ও সমালোচকদের। নেভি অফিসার অনিল শর্মাকে বিয়ে করার পর থেকে রুপোলি পর্দার সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন অঞ্জনা। আশির দশকের পর আর সেভাবে তাঁকে বড় পর্দায় দেখা যায়নি। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া টলিউডে।


Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version