Sunday, November 16, 2025

কথা দিয়ে কথা রাখার আরেক নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাক্ষী থাকলেন পূর্ব মেদিনীপুরের মারিশদার ডিহিমাল গ্রামের বাসিন্দারা। সভা করতে যাওয়ার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গাড়ি দাঁড় করিয়ে স্থানীয় মহিলারা জানান রাস্তার সমস্যার কথা। প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক। এক বছর পেরোতেই প্রায় ১ কিলোমিটার ঢালাই রাস্তা পেল মারিশদা। আপ্লুত স্থানীয় বাসিন্দারা।

২০২২-র ৩ ডিসেম্বর কাঁথিতে পিকে কলেজ মাঠে সভা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে কাঁথির অধিকারী পরিবারকে ধুয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি কাজ না করার কথা কানে আসায় সেদিনের মঞ্চ থেকে তৎকালীন মারিশদা গ্রামপঞ্চায়েতের প্রধান ঝুনুরানি মণ্ডল, উপপ্রধান রামকৃষ্ণ মণ্ডল ও স্থানীয় অঞ্চল সভাপতি গৌতম মিশ্রকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন অভিষেক। তিনজনই পদ থেকে ইস্তফা দেন। সভা সেরে ফেরার পথে মারিশদার ডিহিমাল গ্রামের মহিলারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়ি ১১৬ বি জাতীয় সড়কের উপর হাত দেখিয়ে দাঁড় করান। অভিযোগ করেন, এই গ্রামে প্রায় এক কিলোমিটার রাস্তা অত্যন্ত খারাপ। তপশিলি অধ্যুষিত এই গ্রামের লোকেদের অত্যন্ত নিত্যদিনের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠছে। মহিলাদের সঙ্গে নিয়ে সরেজমিনে এলাকা পরিদর্শন করেন অভিষেক। কথা দেন, রাস্তা হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা দেওয়ার সপ্তাহ খানিকের মধ্যেই রাজ্যের ইঞ্জিনিয়াররা গিয়ে এলাকাটি পরিদর্শন করে গিয়েছিলেন। এই রাস্তার কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ২৫ অক্টোবর। ২০২৪ সালের ২০ জানুয়ারি কাজ শেষ হয়। প্রতিশ্রুতি মতো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে- রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ অর্থে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহযোগিতায় কাঁথি-৩ ব্লকের মারিশদা গ্রাম পঞ্চায়েতের এই ডিহিমাল বুথে কংক্রিটের রাস্তা তৈরি হয়েছে। রবিবার তা উদ্বোধন হল।

আর পড়ুন: শিবু হাজরার ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, ছন্দে ফিরছে সন্দেশখালি

মাঝে পঞ্চায়েত নির্বাচনের আদর্শ আচরণ বিধি এবং বর্ষাকালে ঠিকাদারদের কাজ করার অসুবিধার জন্য রাস্তা তৈরিতে কিছুটা দেরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই দেরির সুযোগটাকেই, রাজনৈতিকভাবে অপব্যবহার করেছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে, পদ্ম শিবির এখানে প্রচার করেছিল, রাস্তা তৈরির এই প্রতিশ্রুতি নাকি কার্যত ভাঁওতা। এই মিথ্যা প্রচার করেই এলাকায় জিতে ছিল বিজেপি। রাস্তা তৈরির পর এলাকাবাসীরা বিজেপির মিথ্যাচার বুঝতে পারেন। রবিবার এই রাস্তা উদ্বোধনের দিনই এলাকাবাসীরা যেন সেই ভুলের প্রায়শ্চিত্ত করলেন।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ, এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য নন্দদুলাল মাইতি, মহিলা নেত্রী মিতারানি সাউ, সমাজসেবী গৌরীশংকর মিশ্র প্রমুখ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে রাস্তা উদ্বোধনে গেলে গ্রামবাসীদের উচ্ছ্বাস ও আনন্দ ছিল চোখে পড়ার মতো। গ্রামের মহিলারা শাঁখ বাজিয়ে, ফুল উড়িয়ে জনপ্রতিনিধিদের স্বাগত জানান।ঞবারবার জয়ধ্বনি ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। প্রায় এক কিলোমিটার এই কংক্রিট রাস্তা জনপ্রতিনিধিদের সঙ্গেই হাঁটে ৮ থেকে ৮০।

বিজেপির সেই মিথ্যাচার নিয়ে জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন, “বিজেপি ও মিথ্যাচার মুদ্রার এপিঠ ওপিঠ। কিন্তু মিথ্যা দিয়ে কখনও সত্যকে ঢেকে রাখা যায় না। আজ এলাকাবাসীরা সত্যি বাস্তবটা বুঝতে পারলেন, অনুভব করলেন। এই গ্রামবাসীরাই সামনের লোকসভা নির্বাচনে বিজেপিকে মিথ্যাচারের যোগ্য জবাব দিয়ে দেবেন।” কাঁথি-৩ ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌরীশঙ্কর মিশ্র বলেন, “মানুষকে ভুল বুঝিয়ে জয়লাভ করেছে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে। যে বিজেপি নেতারা দোকানে বসে মানুষকে বুঝিয়েছিলেন এ রাস্তা কোনওদিন হবে না। আজ আর তাঁদের দেখা যাচ্ছে না।”

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, শেষ পর্যন্ত বাস্তবায়িত হওয়ায়, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাসিন্দারা।

 

 

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version