Tuesday, November 4, 2025

মদ খাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা! রিল লাইফের বীরুকে মনে করালেন শ্রীমন্ত

Date:

এ যেন ঠিক শোলের (Sholay) রিমেক! সিনেমায় বাসন্তীকে নিজের ভালোবাসার কথা জানাতে ট্যাঙ্কে চড়েছিলেন ধর্মেন্দ্র। যদিও সেটা নাটকীয় হলেও এই ঘটনা কিন্তু একেবারেই সাজানো নয়। কিন্তু মদ খাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে একেবারে ১২০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে (Mobile Tower) চড়ে বসলেন মত্ত এক ব্যক্তি! শনিবার বিকেলের ঘটনায় রীতিমতো হুলস্থুল পড়ে যায় বাঁকুড়ার (Bankura) আমরুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাত্রগাতি গ্রামে। এদিকে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় প্রচুর মানুষ ওই জায়গায় ভিড় জমান। খবর দেওয়া হয় ইন্দাস থানা ও দমকলে। পরে পুলিশ ও দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। তবে ওই যুবক কারও কথায় কর্ণপাত না করেই মোবাইল টাওয়ারের মাথায় বসেছিলেন বলে অভিযোগ। যার জেরে তাঁকে নীচে নামাতে এরপর ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। এরপর টানা ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই ব্যক্তিকে বুঝিয়ে টাওয়ার থেকে নীচে নামানো হয়।

পুলিশ সূত্রে খবর, মত্ত যুবকের নাম শ্রীমন্ত মাঝি (২৮), পেশায় ক্ষেতমজুর। তাঁর  স্ত্রী মিঠু মাঝি  জানিয়েছেন, স্বামী প্রতিদিনই আকণ্ঠ মদ খেয়ে বাড়ি ফিরত। রোজগারের বেশিরভাগ টাকা মদেই শেষ করে দিত। এই নিয়ে প্রতিদিন সংসারে ঝামেলা লেগেই থাকত। এদিকে শনিবার গ্রামে এক সাপুড়ে এলে তাঁকে বিশ্বাস করে সব কথা খুলে বলেন মিঠু।  দোষ কাটাতে সাপুড়ে মিঠুকে কিছু কবচ-মাদুলি দেন। বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরেই স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করেন শ্রীমন্ত। এরপরই দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে থাকা মোবাইলের টাওয়ারে উঠে পড়েন। টানা ৭ ঘণ্টা সেখানেই বসেছিলেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, টাওয়ারের নীচের অংশ ব্যারিকেডে ঘেরা। তা টপকেই ব্যক্তি ভেতরে ঢুকেছিলেন। এদিন গভীর রাতে ওই যুবককে উদ্ধার করে চিকিৎসা করানোর পর তাঁকে বাড়িতে ফিরিয়ে দেন প্রশাসনের কর্তারা।

 

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version