Sunday, November 2, 2025

জয় দিয়ে রঞ্জিট্রফির অভিযান শেষ করল বাংলা, সতীর্থদের কাঁধে চেপে ইডেন ছাড়েন মনোজ

Date:

জয় দিয়ে রঞ্জিট্রফির অভিযান শেষ করল বাংলা। এদিন বিহারকে ইনিংস এবং ২০৪ রানে হারায় মনোজ তিওয়াড়ির দল। এবং একইসঙ্গে শেষ হল মনোজ তিওয়াড়ির ২০ বছরের প্রথম শ্রেণির কেরিয়ারের সুবর্ণ অধ্যায়। বাংলার হয়ে দুরন্ত বোলিং করেন মুকেশ কুমার। একাই নিয়েছেন ৬ উইকেট।

বাংলার বিরুদ্ধে বিহারের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১১২ রানে। বিহারের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন শাকিবুল গানি। ২৩ রান করেন পরমজিত সিং। ২২ রান করেন বিপিন সৌরভ। বাংলার হয়ে ৬ উইকেট নেন মুকেশ কুমার। ৪ উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। এদিকে জেতার পর সতীর্থদের কাঁধে চেপে প্রিয় ইডেন গার্ডেন্স ছাড়েন বঙ্গ অধিনায়ক। তবে মাঠ ছাড়ার আগে ক্রিকেটের নন্দন কাননকে প্রণাম করেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি। এছাড়াও ম্যাচ শেষে গোটা দলের একটি ছবি এবং সব ক্রিকেটারের সই করা একটি বাঁধানো জার্সি উপহার দেওয়ার হয় মনোজকে। মনোজের হাতে উপহার তুলে দেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। এদিকে এদিন বিকালেই মনোজকে সংবর্ধনা জানাবে সিএবি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান এবং অবসরের জন্য সংবর্ধনা জানাবে বঙ্গ ক্রিকেট সংস্থা।

প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে শেষ হয়ে যায় বিহারের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৪১১ রান করে ডিক্লেয়র দেয় বাংলা। বাংলার হয়ে দুরন্ত ইনিংস খেলেন অভিমন্যু ঈশ্বরণ। ২০০ রানে অপরাজিত তিনি।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন যশস্বী, গড়লেন রেকর্ড


Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...
Exit mobile version