Tuesday, May 6, 2025

‘শিলিগুড়িতে সর্বনাশ’ – লালমোহন বাবু বেঁচে থাকলে হয়তো ঠিক এভাবেই নাম দিতেন। আকবরের সঙ্গে ‘যোধা’ থাকতে পারেন কিন্তু তাই বলে ‘সীতা’? অগত্যা সিংহীর নাম পরিবর্তনের দাবি। শুনতে একটু অদ্ভুত লাগলেও, এটাই সত্যি। শিলিগুড়ির কাছে বেঙ্গল সাফারি পার্কে ( Bengal Safari Park) এখন রয়েছে আকবর ও সীতা। তবে এনারা মানুষ নন, প্রথমজন সিংহ আর ‘সীতা’ হলেন সিংহী। এই নামকরণ নিয়ে তাদের মধ্যে কোন আপাত বিরোধ না থাকলেও, ফুঁসছে বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)। এক জন তৃতীয় মুঘল সম্রাট, অন্য জন রামচন্দ্রের স্ত্রী। যতই চতুষ্পদীর নামকরণে তাদের ব্যবহার হোক না কেন, ধর্মের সেন্টিমেন্ট এখানেও প্রকট হয়ে উঠলো। এক খাঁচায় আকবর আর সীতার থাকার ব্যাপারে প্রবল আপত্তি জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দাবি, নাম পাল্টাতে হবে। রাজ্যের বন দফতর (Forest Department) ব্যাপারটাকে গুরুত্ব না দেওয়ায় বিশ্ব হিন্দু পরিষদ সটান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা ঠুকে দিয়েছে। সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!

বিশ্ব হিন্দু পরিষদের (VHP) দার্জিলিং জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় জানিয়েছেন, বেঙ্গল সাফারি পার্কে যে সিংহী আনা হয়েছে, তাঁর নাম রাখা হয়েছে সীতা। সিংহের নাম আকবর। অথচ তাদের এক খাঁচায় রাখা হয়েছে।এতে হিন্দু ধর্মের ওপর আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আইনজীবী শুভঙ্কর দত্ত জানান যে ত্রিপুরা থেকে যে সিংহ-সিংহীকে আনা হয়েছে, সরকারি নথিতে তাদের নাম লেখা ছিল প্যানথেরা লায়ন মেল অ্যান্ড ফিমেল। আইডি নম্বর দেওয়া থাকলেও এখানে নাম দেওয়া হয়েছে আকবর ও সীতা। তাই, নাম পরিবর্তনের মামলা। আদালত সূত্রে খবর , জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে শুক্রবার মামলার আবেদন করা হয়। মঙ্গলবার মামলার শুনানি হতে পারে বলেই মনে করা হচ্ছে।

 


Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version