Thursday, August 21, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের, ইংরেজদের হারাল ৪৩৪ রানে

Date:

ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের। এদিন রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচে ইংরেজদের ৪৩৪ রানে হারালো টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট যশস্বী জসওয়ালের। ২১৪ রানে অপরাজিত তিনি। ৬৮ রানে অপরাজিত অভিষেক হওয়া সরহরাজ খান। বল হাতে দাপট রবীন্দ্র জাদেজার। দ্বিতীয় ইনিংসে একাই নিলেন ৫ উইকেট। ৫৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ধরাশায়ী ইংল্যান্ড। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১২২ রানে। টেস্টের ইতিহাসে এটিই ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল রোহিত শর্মার দল।

ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তান্ডব চালান ভারতের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল। ২১৪ রানে অপরাজিত তিনি। ৯১ রান করেন শুভমন গিল। ২৭ রান করেন কুলদীপ যাদব। ৬৮ রানে অপরাজিত সরফরাজ। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন জো রুট, টম হার্টলি এবং রেহান আহমেদ। ৪৩০ রানে ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে ১২২ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন মার্ক উড। ১১ রান করেন জ্যাক ক্রোলে। ৪ রান করেন ডুকেট। ৩ রান করেন ওলি পপ। ৭ রান করেন জো রুট। ১৫ রান করেন বেন স্টোকস। ভারতের হয়ে ৫ উইকেট নেন জাদেজা। ২ উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিন।

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও এক ধাপ উঠে পড়েছে ভারত।রাজকোট টেস্টের আগে তৃতীয় স্থানে ছিল ভারত। জিতে তারা উঠে এসেছে দুইয়ে। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। শীর্ষে নিউজিল্যান্ড।

আরও পড়ুন- জয় দিয়ে রঞ্জিট্রফির অভিযান শেষ করল বাংলা, সতীর্থদের কাঁধে চেপে ইডেন ছাড়েন মনোজ

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...
Exit mobile version