Monday, November 10, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের, ইংরেজদের হারাল ৪৩৪ রানে

Date:

ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের। এদিন রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচে ইংরেজদের ৪৩৪ রানে হারালো টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট যশস্বী জসওয়ালের। ২১৪ রানে অপরাজিত তিনি। ৬৮ রানে অপরাজিত অভিষেক হওয়া সরহরাজ খান। বল হাতে দাপট রবীন্দ্র জাদেজার। দ্বিতীয় ইনিংসে একাই নিলেন ৫ উইকেট। ৫৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ধরাশায়ী ইংল্যান্ড। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১২২ রানে। টেস্টের ইতিহাসে এটিই ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল রোহিত শর্মার দল।

ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তান্ডব চালান ভারতের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল। ২১৪ রানে অপরাজিত তিনি। ৯১ রান করেন শুভমন গিল। ২৭ রান করেন কুলদীপ যাদব। ৬৮ রানে অপরাজিত সরফরাজ। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন জো রুট, টম হার্টলি এবং রেহান আহমেদ। ৪৩০ রানে ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে ১২২ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন মার্ক উড। ১১ রান করেন জ্যাক ক্রোলে। ৪ রান করেন ডুকেট। ৩ রান করেন ওলি পপ। ৭ রান করেন জো রুট। ১৫ রান করেন বেন স্টোকস। ভারতের হয়ে ৫ উইকেট নেন জাদেজা। ২ উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিন।

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও এক ধাপ উঠে পড়েছে ভারত।রাজকোট টেস্টের আগে তৃতীয় স্থানে ছিল ভারত। জিতে তারা উঠে এসেছে দুইয়ে। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। শীর্ষে নিউজিল্যান্ড।

আরও পড়ুন- জয় দিয়ে রঞ্জিট্রফির অভিযান শেষ করল বাংলা, সতীর্থদের কাঁধে চেপে ইডেন ছাড়েন মনোজ

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version