Thursday, December 18, 2025

কর্তারপুর সীমানায় অস্ত্র! আন্দোলনকারী কৃষকদের ‘উস্কানি’ পান্নুনের

Date:

Share post:

ফের কৃষক আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পাঞ্জাব হরিয়ানা সীমানা।ফসলের ন্যায্য সহায়ক মূল্য-সহ একাধিক দাবিতে গত চারদিন ধরে উত্তাল শম্ভু সীমানা। পুলিশি বাধায় দিল্লি ঢুকতে পারেননি তারা। দফায় দফায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন তারা। সমস্যা সমাধানের জন্য রবিবার ফের কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্রীয় সরকার। আর এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিসের নেতা গুরুপতবন্ত সিং পান্নুন। রীতিমতো সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের ‘উস্কানি’ দেওয়ার চেষ্টা করলেন তিনি।

কী করেছেন পান্নুন? পাঞ্জাব-হরিয়ানা পুলিশের উপর হামলা করার জন্য অস্ত্র সরবরাহের প্রস্তাব দিয়ে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছেন তিনি। সেখানে তার উস্কানিমূলক কথাবার্তায় নড়েচড়ে বসেছে পুলিশ। নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে। ভিডিয়ো বার্তায় পান্নুন আন্দোলনকারী কৃষকদের উদ্দেশে বলেছেন, কর্তারপুর সীমান্তে অস্ত্র রাখা আছে। সেই অস্ত্র নিয়ে পুলিশদের উপর হামলা করুন। আপনাদের দাবি পূরণের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করুন। যদিও সরকার দাবি করেছে, আন্দোলন করার অধিকার কৃষকদের রয়েছে। কৃষকেরা কখনই এসএফজে-র কথা শুনবেন না। কেন্দ্র সরকার কৃষকদের সমস্ত সমস্যা সমাধানের জন্য প্রতিশ্রুতি দিয়েছে, আলোচনা চলছে।

গত মঙ্গলবার ‘দিল্লি চলো’ কর্মসূচি শুরু করেছেন কৃষকরা। উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরাই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন প্রায় সাড়ে তিনশো কৃষক সংগঠন। কৃষকদের দাবি, ফসলের ন্যায্য সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দিতে হবে সরকারকে। একই সঙ্গে সমস্ত কৃষিঋণ মকুব করতে হবে।কৃষকদের এই আন্দোলন রবিবার ষষ্ঠ দিনে পড়ল। রবিবারের বৈঠকে সরকারের তরফে তিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, অর্জুন মুন্ডা এবং নিত্যানন্দ রাই থাকছেন এই বৈঠকে। জানা গিয়েছে, রবিবারের বৈঠকে একটি নতুন কমিটি তৈরির প্রস্তাব করা হতে পারে কেন্দ্রের তরফে। সেই কমিটিতে সরকারি কর্মীদের পাশাপাশি কৃষক নেতাদেরও রাখা হবে। এখন দেখার, বৈঠক থেকে সমাধান সূত্র আদৌ মেলে কিনা।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...