Monday, November 10, 2025

বীরভূমের প্রশাসনিক সভা থেকে বড় চমক! রবিবার দিনভর কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

শনিবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বোলপুর (Bolepur) পৌঁছে গিয়েছেন। রবিবার সিউড়ির চাঁদমারি মাঠে প্রশাসনিক সভায় অংশ নেবেন তিনি। নতুন প্রকল্প ঘোষণার পাশাপাশি, জনকল্যাণমূলক পরিষেবাও প্রদান করবেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় কলকাতায় ফিরে আসার কথা তাঁর। জানুয়ারির শেষ সপ্তাহে উত্তরবঙ্গ সফর শেষে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সফরে বীরভূমে যাওয়া হয়নি তাঁর। এবার তাই সিউড়িতে প্রশাসনিক সভা করতে এক দিনের জন্য বীরভূমে মুখ্যমন্ত্রী। তবে এদিন বড় চমক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই সিউড়ি থেকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের (Biswa Bangla University) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। শুধু তাই নয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও পরিদর্শনেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্লাস শুরু হয়েছে ছাত্রছাত্রীদের। সেই বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাসেরই আনুষ্ঠানিক উদ্বোধন রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের করবেন বলেই সূত্রের খবর।

সূত্রের খবর, শুধুমাত্র বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ৩৮৯ কোটি টাকা খরচ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ধাঁচে শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় করার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেইমতোই গত পাঁচ বছর আগেই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়। রবিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। পাশাপাশি সূত্রের খবর পানাগড় – ইলামবাজার রাস্তার আধুনিকীকরণ তথা চার লেন বিশিষ্ট সড়কের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য মোট ১৫০ কোটি টাকা খরচ হয়েছে। পাশাপাশি দেউচা – পাচামি প্রকল্পেও ১০০ জনের বেশি চাকরি দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কনস্টেবল ও গ্রুপ ডি চাকরি দেওয়া হবে বলেই জানা গেছে। এই প্রকল্পের জন্য যাদের জমি নেওয়া হয়েছে পুনর্বাসন হিসেবেও এই চাকরি নিয়োগ পত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর রবিবার মোট ৭২৩ কোটি টাকার বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ২১৬টি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন গোটা বীরভূম জুড়ে প্রায় ১২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস রবিবার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখানেই শেষ নয়, এরই সঙ্গে রাঙ্গাবিতানে দ্বিতীয় টুরিস্ট কমপ্লেক্স-এর ও আনুষ্ঠানিক শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জল্পনা রয়েছে এদিন বোলপুরে রোড শো করতে পারেন মুখ্যমন্ত্রী।

 

তবে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে বোলপুর শহরকে দলীয় পতাকায় মুড়ে দিয়েছেন তৃণমূল কর্মীরা। অন্ডাল হয়ে শনিবার বোলপুরে আসেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় তাঁকে অভ্যর্থনা জানাতে তৃণমূল নেতা-কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও ছিল আটোসাঁটো। বীরভূমের দু’টি লোকসভা আসন বিগত ১০ বছর তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। এবারও সেই ধারা অব্যহত রাখতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফর বলে মনে করা হচ্ছে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version