Thursday, November 13, 2025

চলতি সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস! একলাফে পারদ চড়ার ইঙ্গিত হাওয়া অফিসের

Date:

সময় যত গড়াচ্ছে রাজ্য থেকে উধাও শীতের (Winter) আমেজ। বর্তমানে লেপ, কম্বল দূরে সরিয়ে ফের পাখা চালানোর দিন শুরু। পাশাপাশি খামখেয়ালি বৃষ্টির (Rain) জেরে তাপমাত্রা (Temperature) আরও বেড়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনও হালকা শীতের আমেজ থাকলেও সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ১৯ এর উপরে থাকবে। পাশাপাশি ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে বাংলার একাধিক জেলা। আগামী সপ্তাহের বুধ এবং বৃহস্পতিতে রাজ্যের একাধিক জায়গা ভিজতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে। উত্তরের পারদও চড়বে এর মধ্যে। এর জেরে রাতে আর ঠান্ডার শিরশিরানি সেভাবে অনুভূত হবে না।

তবে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই পাল্লা দিয়ে রাজ্যে বাড়ছে গরম। তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে আরও কিছুদিন। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ফের সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস নীচে। এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে আজ শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে থাকতে পারে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা গড়াতেই আকাশে রোদ দেখতে পাওয়া যায়।

রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়ার কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। সঙ্গে আজ প্রায় সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের রাতের পারদ এক লাফে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

Related articles

বিরোধীদের অভিযোগের জবাব দিতে হিমশিম, নিজের দোষও মানলেন ভলিবল সচিব

ইডেনে যখন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রস্তুতি তুঙ্গে তখন ময়দানের ভলিবল মাঠে উত্তেজনার গনগনে আঁচ। শাসক বনাম বিরোধী তরজায়...

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...
Exit mobile version