Monday, November 3, 2025

কমল নাথের পর মণীশ তেওয়ারি? কংগ্রেসনেতাদের বিজেপি যোগের সম্ভাবনায় সত্যতা কতটা?

Date:

শনিবার বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ। রবিবার আরেক নির্ভরযোগ্য নেতা মণীশ তেওয়ারির বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের রাজনীতিতে কংগ্রেসের গ্রহণযোগ্যতা নিয়ে। আর সেই প্রশ্ন এমন একটা সময় উঠছে যখন লোকসভা নির্বাচন ঘোষণা হতে হাতে গোনা দিন বাকি। যদিও কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কমলনাথ বা মণীশ তেওয়ারি দুজনের নামে বিজেপিতে যোগদানের যে জল্পনা উঠেছে তা পুরোপুরি গুজব। রাজনীতিকরা মনে করছেন ভোটের আগে কংগ্রেসের মনোবল ভাঙার জন্য এই ধরনের প্রচার চালাচ্ছে শাসকদল।

শনিবার দিল্লি যান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ও তাঁর ছেলে সাংসদ নকুল নাথ। তার উপর নকুল নিজের সোশ্যাল মিডিয়া থেকে কংগ্রেসের নাম উড়িয়ে দেওয়ায় ‘ইন্দিরার তৃতীয় পুত্রের’ বিজেপি যোগদানের জল্পনা বেশ খানিকটা হাওয়া পায়। কমল নাথ বিজেপি নেতৃত্বর সঙ্গে কথা বলছেন এবং সেই উদ্দেশ্যেই তাঁর দিল্লি সফর, এমনটাও প্রচার হয়। বিভিন্ন এলাকা থেকে বিজেপি নেতারাও কংগ্রেসে বড় ভাঙনের ঘোষণা করতে থাকেন। যদিও কমল নাথ স্পষ্ট জানান, তিনি নিজে কারো সঙ্গে যোগাযোগ করেননি। পাশাপাশি বিজেপিতে যোগদানের প্রশ্ন এলে মিডিয়াকে ডেকে জানানোর কথাও জানান।

তবে কমল নাথ বিজেপির কারো সঙ্গে কথা বলেননি, এমন বক্তব্য দেওয়ার পরই নতুন করে ধুঁয়ো ওঠে কংগ্রেসের আনন্দপুর সাহিব এলাকার সাংসদ ও অতিপরিচিত মুখ মণীশ তেওয়ারির বিজেপিতে যোগদানের। কোনও ভিত্তি না থাকলেও মণীশ ঘনিষ্ঠ মহলে বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এমন বিবৃতি ঘুরতে থাকে সংবাদ মাধ্যমে। রবিবার বিকাল পর্যন্ত মণীশ তেওয়ারির পক্ষ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে কংগ্রেস ও মণীশ তেওয়ারির দফতর থেকে জানানো হয় তাঁর বিজেপির সঙ্গে কথাবার্তার যে প্রচার চালানো হচ্ছে তা ভিত্তিহীন ও অমূলক।

একদিকে যখন বিজেপির জাতীয় সম্মেলন চলছে সেই সময় হঠাৎই কংগ্রেস নেতাদের বিজেপি যোগদানের সম্ভাবনার খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। গত কয়েক মাসে মহারাষ্ট্র থেকে কংগ্রেস নেতারা যেভাবে বিজেপিতে পাড়ি দেওয়ার হিড়িক ফেলে দিয়েছেন তাতে কংগ্রেসের বর্ষীয়ান নেতাদের সম্ভাবনার কথা বারবার বিচলিত করছে কংগ্রেস হাইকম্যান্ডকে। আর লোকসভা ভোটের আগে তাতে আখেরে লাভ যে বিজেপির তা বলাই বাহুল্য।

Related articles

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...
Exit mobile version