সত্যি হতে চলেছে বহুদিনের স্বপ্ন, আজই চড়িয়াল সেতুর উদ্বোধন করবেন সাংসদ অভিষেক

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে (Diamond Harbour) সেতুর উদ্বোধন করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার বজবজ বিধানসভা এলাকার চড়িয়াল সেতু (Charial Bridge) (দ্বিতীয় লেন)-এর উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩টে নাগাদ এই সেতুর উদ্বোধন করা হবে। চড়িয়াল সেতুর নতুন করে নির্মাণ হোক, দীর্ঘদিন ধরে এমনই দাবি জানিয়ে আসছিলেন বজবজের মানুষ। আগেই এই সেতুটির প্রথম লেনের উদ্বোধন হয়েছিল। এ বার সেই সেতুর দ্বিতীয় লেনের উদ্বোধন করা হবে। প্রতিশ্রুতি দিলে কীভাবে সেই কথা রাখতে হয়, তার আদর্শ নিদর্শন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার ৫০ বছরের দাবি পূর্ণ করতে চলেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। চড়িয়ালের মানুষের দীর্ঘদিনের দাবি একটি সেতুর। দীর্ঘ ৩৪ বছরের বাম আমলে এই দাবি করেও লাভ হয়নি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেই জানিয়ে দেন, এই সেতু তিনি নির্মাণ করেই ছাড়বেন। সেই মতোই সোমবার অভিষেক উদ্বোধন করবেন এই সেতুর। এর ফলে চড়িয়াল থেকে আছিপুর, অন্যদিকে ফলতা থেকে আমতলা যাতায়াতে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে।

একই সঙ্গে বজবজ রেলস্টেশনে খুব দ্রুত পৌঁছানো যাবে। আর তৃণমূল সাংসদের এই উন্নয়নে খুশি এলাকাবাসী। ইতিমধ্যেই ৫৭৮০ কোটি টাকার উন্নয়নের কাজ করেছে তৃণমূল সরকার। এলাকায় আরও ১০ হাজার কোটি টাকার কাজ আগামী ১০ বছরে করবে বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার দেশের মধ্যে একটি উদাহরণ সৃষ্টি করেছে। কোভিড থেকে শুরু করে যে কোনও বিষয়ে এখানকার মানুষ-প্রশাসন একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন। কেন্দ্র সরকার যে রাস্তা তৈরি করে তা দীর্ঘস্থায়ী হয় না। তার মেরামতও হয় না। এই সমস্যার সমাধানে বিধানসভার বাজেট অধিবেশনে ‘রাস্তাশ্রী’ প্রকল্প অনুমোদন করিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘রাস্তাশ্রী’ প্রকল্পের অধীনেই এবার তৈরি হয়েছে চড়িয়াল সেতুর দ্বিতীয় লেন।

 

 

 

 

 

Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleতৃণমূলের চাপ, মঙ্গলবারই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল!