Tuesday, November 18, 2025

ছাদ থেকে সরলো রাম-নিশান, বিজেপি যোগের জল্পনা মুছলেন কমল?

Date:

বিজেপিতে যোগ দিতে চলেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। গত কয়েকদিন ধরে এই জল্পনায় উত্তাল হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি। অবশেষে সে জল্পনায় জল ঢালতে এবার ইঙ্গিতপূর্ণ কাজ করলেন কমল। নিজের বাড়ির ছাদ থেকে খুলে ফেললেন জয় শ্রীরাম পতাকা। তাঁর এহেন পদক্ষেপে রাজনৈতিক মহলের অনুমান কমলনাথ যে বিজেপিতে যোগ দিচ্ছেন না এভাবেই তা বুঝিয়ে দিলেন ইন্দিরা গান্ধীর ‘মানস পুত্র’।

শুক্রবার থেকেই জাতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয় কমল এবার বিজেপিতে যোগ দিচ্ছেন। মধ্যপ্রদেশে কংগ্রেসের হারের পর গোটা ব্যর্থতার দায় তার উপর ঠেলেছে শীর্ষ নেতৃত্ব। দলে কোনঠাসা করা হয়েছে তাঁকে। এহেন পরিস্থিতিতে ছেলে নকুলকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কমল নাথ। জল্পনা শোনা যায় দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। যদিও শেষ মুহূর্তে কমলের এক ঘনিষ্ঠ অনুগামী সজ্জন সিং ভার্মা জানান, “ওনার সঙ্গে কথা হয়েছে। কমলজি জানিয়েছেন আপাতত তাঁর লক্ষ্য মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা আসন। জাতপাতের সমীকরণ এই আসনগুলোতে কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেটা নিয়েই চিন্তা করছেন। দল ছাড়ার বিষয়টি নিয়ে এখনও কিছু ভাবেননি তিনি।”

এহেন পরিস্থিতির মাঝেই এবার সেই জল্পনায় জল ঢালতে রামের পতাকা বাড়ির ছাদ থেকে নামিয়ে ফেললেন কমলনাথ। জানা যাচ্ছে, রবিবার পর্যন্তও কমলের দিল্লির (Delhi) বাসভবনের ছাদে টাঙানো ছিল পতাকা। জয় শ্রীরামের (Jai Shree Ram) ওই পতাকা দেখেও অনেকে অনুমান করেছিলেন যে বিজেপিতে যেতে পারেন মধ্যপ্রদেশের নেতা। কিন্তু সোমবার থেকে আর সেই পতাকা দেখা যায়নি। যার ফলে রাজনৈতিক মহলের ধারণা বিজেপি যোগের সম্ভাবনা আপাতত বাতিল করেছেন কমল।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version