Friday, May 16, 2025

পক্ষপাতদু.ষ্ট-ভিত্তিহীন! সন্দেশখালি নিয়ে রাজ্যপালের রিপোর্টকে নস্যাৎ করলেন কুণাল

Date:

সন্দেশখালি নিয়ে রাজ্যপালের দেওয়া রিপোর্ট পক্ষপাত দুষ্ট, ভিত্তিহীন। সেটা বিজেপির কথার প্রতিধ্বনি মাত্র। সোমবার সন্দেশখালি নিয়ে রাজ্যপালের রিপোর্ট দেওয়ার পরেই সেই বিষয়ে সিভি আনন্দ বোসকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

প্রসঙ্গত, সন্দেশখালিতে নারী নির্যাতনের ইস্যু তুলে লোকসভা নির্বাচনের আগে ফায়দা তোলার রাজনীতিতে মেতে উঠেছে রাজ্যের সব বিরোধী দল। ঘোলা জলে মাছ ধরতে কেন্দ্র থেকে একাধিক কমিটিও পাঠাতে বাকি রাখেনি কেন্দ্রের বিজেপি সরকার। এরই মধ্যে সোমবার সন্দেশখালি নিয়ে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেখানে নারী নির্যাতন থেকে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যপালের এই রিপোর্ট কার্ডের তীব্র কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রাজ্য সরকারের উপর ভরসা রাখা উচিত রাজ্যপালের। মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে বাংলা দেশের শীর্ষে। রাজ্যপাল হিসেবে তাঁর এমন কোনও মন্তব্য করা উচিত নয়, যা অপমানিত করে আমাদের বাংলাকে। সন্দেশখালি নিয়ে রাজ্যপালের রিপোর্টের খসড়া নিশ্চিতভাবেই দিল্লির বিজেপি অফিস থেকে এসেছে বলে মনে করে তৃণমূল। সোমবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালি নিয়ে একটি ১০ পাতার রিপোর্টকার্ড প্রকাশ করেছেন। তাতে রয়েছে বেশ কিছু আপত্তিকর মন্তব্য, অদ্ভুত প্রস্তাব- যা শুধু আবাস্তব নয়, ভিত্তিহীনও’।

রাজভবনে রাজ্যপালের পিসহোম খোলার সিদ্ধান্তকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র বলেছেন, ‘এটা আসলে হোটেল রাজভবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সরকারি খরচে নিঃখরচায় থাকা-খাওয়া ব্যবস্থা কাদের জন্য তাই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল’।

আরও পড়ুন- সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের! ৭দিন পর ফের শুনানি

Related articles

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...
Exit mobile version