Monday, November 10, 2025

অনলাইন কেনাকাটায় মহিলাদের তুলনায় পুরুষরাই বেশি টাকা খরচ করেন! দাবি সমীক্ষায়

Date:

এখন অনলাইন কেনাকাটায় ঝোঁক বেশি। আর জানলে অবাক হবেন যে এই অনলাইন কেনাকাটায় এগিয়ে পুরুষরা। সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট্স অফ ম্যানেজমেন্ট আইআইএম আমদাবাদের একটি সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, মহিলারা নন পুরুষরাই অনলাইন কেনাকাটাতে বেশি টাকা খরচ করেন।

আইআইএম আমদাবাদ ৩৫ হাজার পুরুষ ও মহিলার ওপর এই সমীক্ষা চালিয়েছে। ২৫টি রাজ্যের বাসিন্দারা এই সমীক্ষায় অংশগ্রহণ করেন। আইআইএমএ সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি) ‘ডিজিটাল রিটেল চ্যানেল অ্যান্ড কনজিউমারস: দ্য ইন্ডিয়ান পারস্পেকটিভ’ নামে রিপোর্টটি শনিবার প্রকাশ করেন। সমীক্ষায় উঠে এসেছে, পুরুষরা অনলাইন কেনাকাটায় গড়ে ২ হাজার ৪৮৪ টাকা ব্যয় করেন, যা মহিলাদের তুলনায় ৩৬ শতাংশ বেশি। মহিলারা গড়ে খরচ করেন ১ হাজার ৮৩০ টাকা।

সমীক্ষায় আরও উঠে এসেছে, পুরুষরা মোট ৪৭ শতাংশ খরচ করেন পোশাক কেনাকাটায়, ৩৭ শতাংশ খরচ করেন অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় আর ২৩ শতাংশ খরচ করেন বৈদ্যুতিন যন্ত্র কেনাকাটার পিছনে। অন্য দিকে, মহিলারা মোট ৫৮ শতাংশ খরচ করেন পোশাক কেনাকাটায়, ২৮ শতাংশ খরচ করেন অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় আর ১৬ শতাংশ খরচ করেন বৈদ্যুতিন যন্ত্র কেনাকাটার জন্য। যদিও অনলাইনে কেনাকাটা করতে পুরুষদের সময় কাটে কম। যেখানে পুরুষেরা গড়ে ৩৪.৪ মিনিট অনলাইনে কেনাকাটা করতে ব্যয় করেন, মহিলারা সেখানে গড়ে ৩৫ মিনিট ব্যয় করেন।
অনলাইনে কেনাকাটা করলেও বেশির ভাগ ভারতীয় কিন্তু নগদেই কেনাকাটা করতে পছন্দ করেন। সমীক্ষায় আরও উঠে এসেছে, প্রায় ৮৭ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করে ‘ক্যাশ অন ডেলিভারি’ নিতে বেশি পছন্দ করেন।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version