Thursday, August 21, 2025

গোপন জবানবন্দি দেওয়া মহিলার বাড়িতে হামলার অভিযোগ ওড়ালেন স্থানীয়রাই, পাশে পুলিশ

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে বিরোধীদের একের পর এক গাজোয়ারি পদক্ষেপে উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালি (Sandeskhali)। এবার সন্দেশখালিতে আদালতে গোপন জবানবন্দি দেওয়া মহিলার বাড়িতেই হামলার (Attack) অভিযোগ। ওই মহিলার(Women) দাবি, কয়েক জন আচমকাই তাঁর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে। যদিও পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, বড় কোনও ঘটনা চোখে পড়েনি। পাশাপাশি বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ‘‘আমরা পরিস্থিতির উপর নজর রাখছি, ওঁর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’’ তবে কারা এমন হামলা চালাল? আদৌ মহিলা সত্যি বলছেন কী না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতেই শনিবার শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করা হয়। তারপরপরই ন্যাজাট থেকে শিবুকে গ্রেফতার করা হয়। রবিবার শিবুকে বসিরহাট আদালতে তোলা হলে বিচারক তার আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এদিকে জনজীবন স্বাভাবিক করার লক্ষ্যে ১৯টির মধ্যে চারটি জায়গা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার হয়েছে রবিবার দুপুরের পর থেকে। পাশাপাশি মঙ্গলবারই সুপ্রিম কোর্টে বিচারপতি বি ভি নাগরত্নের বেঞ্চে সন্দেশখালি নিয়ে মামলা শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। এদিকে সন্দেশখালিতে শান্তি ফেরাতে সচেষ্ট তৃণমূল নেতৃত্ব। রবিবার থেকেই সন্দেশখালির একাধিক পাড়ায় সমস্যা সমাধান শিবির শুরু হয়েছে। অন্যদিকে, বিডিও এবং অন্য আধিকারিকেরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে অভিযোগ শুনছেন। ইতিমধ্যে বিধায়ক সুকুমার মাহাতোকে দলের তরফে সন্দেশখালির দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে রবিবারই রাজ্যের তিন মন্ত্রী— বিরবাহা হাঁসদা, সুজিত বসু এবং পার্থ ভৌমিক সন্দেশখালি ১ ব্লকের শেয়ারা রাধানগরে যান। স্থানীয় ভোলাখালি আদিবাসী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সভা করেন তাঁরা। আগামী ২৬ ফেব্রুয়ারি ফের সন্দেশখালির মানুষের সঙ্গে কথা বলতে আসবেন বলে জানান তাঁরা।

 

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...