অনন্যার মন্তব্যকে সমর্থন করে না তৃণমূল! জবাবদিহি চাইলেন খোদ মেয়র

সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে বিরোধীদের কড়া আক্রমণ করতে গিয়ে খ্রিস্ট ধর্মের ফাদার এবং নানের ” সম্পর্ক নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করে বসেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্য ঘিরে হইচই পড়ে যায়। অস্বতি তৈরি হয় তৃণমূলের অন্দরেও। ক্ষোভ প্রকাশ করেন শাসক ও বিরোধী, দুই পক্ষের কাউন্সিলররাও। চেয়ারপার্সন মালা রায় অবশ্য বিষয়টিকে বেশিদূর গড়াতে দেননি। তবে অনন্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলেন মেয়র ফিরহাদ হাকিম।

বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছে যায় বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মেয়র। ফিরহাদ হাকিম তাঁর পোস্টে লেখেন, “আজ পৌরসভায় বাজেট বক্তৃতায় পৌর প্রতিনিধি অনন্যা বন্দ্যেপাধ্যায়ের কিছু মন্তব্য সমাজের এক সম্প্রদায়ের মানুষকে আঘাত করেছে। আমি এই বিষয়ে অত্যন্ত দৃঢ়ভাবে জানাচ্ছি যে ওনার এই মতের সঙ্গে দল একমত নয় এবং দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করে হচ্ছে। ওনার কাছে তৃণমূল কংগ্রেস পৌর দলের পক্ষ থেকে এই বক্তব্যের জবাবদিহি চাওয়া হয়েছে।”

আরও পড়ুন –অফিস টাইমে বন্ধ মেট্রো, সমস্যায় নিত্যযাত্রীরা


 

Previous articleঅফিস টাইমে বন্ধ মেট্রো, সমস্যায় নিত্যযাত্রীরা
Next articleসন্দেশখালিতে ১৪৪ ধারা স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ, প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্য