Friday, November 14, 2025

উত্তর দিনাজপুরের চোপড়ায় (Chopra,North Dinajpur) বিএসএফের কাটা গর্তে মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মুখে কুলুপ কেন্দ্রের। তবে বিএসএফের শাস্তির দাবি জানিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের (TMC) প্রতিনিধিদল রাজভবনে গিয়ে রাজ্যপালকে চোপড়ায় যাওয়ার কথাও বলে। সেইমতো আজই উত্তর দিনাজপুরের চোপড়ায় সিভি আনন্দ বোস (CV Anand Bose)। আজ সকালেই কিষাণগঞ্জে পৌঁছে যান রাজ্যপাল। স্টেশন থেকে সোজা চলে যান ইসলামপুর গেস্ট হাউসে। সূত্রের খবর কিছুক্ষণের মধ্যেই চোপড়ায় পৌঁছবেন তিনি।

নির্মমভাবে শিশু মৃত্যুর ঘটনায় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের (WBCPCR) জানিয়েছে যে মাটি কাটার কাজে বিএসএফ-এর কাছে উপযুক্ত কোনও অনুমতি ছিল না। কমিশনের অভিযোগ, BSF-এর দায়িত্বজ্ঞানহীনতার জন্যই এত বড় দুর্ঘটনা ঘটেছে। অথচ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে এই ঘটনা নিয়ে একটা শব্দও উচ্চারিত হচ্ছে না। উল্টে সন্দেশখালি নিয়ে মিথ্যে অভিযোগ তুলে খবরে ভেসে থাকার চেষ্টা করছেন বিজেপি নেতৃত্বরা। গত সোমবার ইন্দো বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রামপঞ্চায়েতের চেতনাগছ এলাকায় বিএসএফের কাটা গর্তে পড়ে গিয়ে মাটি চাপা পড়ে চার শিশু মৃত্যুর ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাশাপাশি আজ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরাও চোপড়া যাবেন বলে খবর।


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version