Monday, November 10, 2025

পুলিশের গাড়ি আটকে খুদেদের চাঁদার ‘দাবি’, সমাজমাধ্যমে আবেগঘন পোস্ট SI-এর! 

Date:

সরস্বতী পুজো (Saraswati Puja) মানে পড়ুয়াদের মনে এক আলাদা উন্মাদনা। বিশেষ করে নিজেদের মতো করে সব আয়োজন এবং উপচারে বাগদেবীর আরাধনার আনন্দটা ছোটদের কাছে খুব স্পেশাল। চাঁদা তোলা থেকে শুরু করে নিজেদের মতো করে প্যান্ডেল তৈরি সবেতেই জমজমাট খুদেদের সরস্বতী পুজো অভিযান। এবার সেই ঘটনার সাক্ষী হলেন স্বয়ং মুর্শিদাবাদের ‘পুলিশ ম্যাডাম’। তাঁর গাড়ির সামনেই ছোটদের পুজোর চাঁদার দাবি এসে হাজির। তারপর যা করলেন আধিকারিক সেটা সত্যিই অভাবনীয়।

কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন এসআই ময়ূরী ঘোষ (SI Mayuri Ghosh)। আচমকা তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায় একদল খুদে। হাতে বিল, দাবি পুজোর চাঁদা। গাড়ি চালক স্পষ্ট ভাবে জানিয়ে দেন এটা পুলিশের গাড়ি। তাতে কী? কচিকাঁচার দল স্পষ্টভাবে বলে, ‘আমাদের সরস্বতী পুজো আছে। পুলিশ তো কী হয়েছে? আমাদের চাঁদা দিন। আমাদের পুজোর কী হবে?’ বুঝুন কাণ্ড! অবাক পুলিশের গাড়ির চালক। এত বড় আস্পর্ধা! তবে বাগদেবীর আরাধনায় ওদের নির্ভেজাল উৎসাহ গাড়িতে বসেই বেশ উপভোগ করছিলেন ময়ূরী ঘোষ। এরপর ৫০ টাকা চাঁদা তুলে দেন বাচ্চাদের হাতে। এরপরই তো আসল ঘটনা। এত টাকা তো আশা করেনি পূজো উদ্যোক্তারা তাই কোনও মতে চাঁদার কৌটো থেকে খুচরো বের করে ফেরত দিতে গেলে বাধা দেন SI। ময়ূরী দেবী জানান, “চাঁদা দিলাম তোমাদের, রসিদ দেবে না?” এবার খুদেরা আরেকটু নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করেন, “পঞ্চাশ টাকা পুরো চাঁদা দিচ্ছেন?” ময়ূরী দেবী সম্মতি দিলে বিল লিখতে ব্যস্ত হয়ে পড়ে অপটু হাত। সরস্বতী পুজো বলে কথা, তাই নামের বানান যাতে ভুল না হয় সেই কারণে সাবধানি খুদেরা চাঁদার বিলে নামের জায়গায় ইংরেজিতে লিখে দেয় ‘Police’। গোটা ঘটনাটা ভীষণভাবে মন ছুঁয়ে যায় ময়ূরী ঘোষের। তাই পুলিশ আধিকারিক সোশ্যাল মিডিয়া পেজে চাঁদার বিলের ছবি দিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। নেটিজেনরা বলছেন, ‘রোজ কত কী ঘটে যাহা তাহা’, তবে এমন ঘটনাও সত্যি হয়, আহা!


Related articles

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...
Exit mobile version