প্রতিহিংসার রাজনীতি, ফের মহুয়া মৈত্রকে নোটিশ পাঠালো ইডি!

১৯ ফেব্রুয়ারি, সোমবার তাঁর নয়া দিল্লিতে ইডি-র দফতরে যাওয়ার কথা ছিল।

তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ জানানো হয়েছিল। কিন্তু কিছু সমস্যার কারণে ওই দিন যেতে পারবেন না বলে জানিয়ে কেন্দ্রীয় এজেন্সির কাছ থেকে এক সপ্তাহ সময় আগেই চেয়ে নিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু সেই সময়সীমা বেরোনোর আগেই ফের মহুয়াকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। যদিও এই নিয়ে কৃষ্ণনগরের তৃণমূল নেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে বহিষ্কৃত তৃণমূল সাংসদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৯ ফেব্রুয়ারি, সোমবার তাঁর নয়া দিল্লিতে ইডি-র দফতরে যাওয়ার কথা ছিল। সূত্রের খবর ঐদিন উপস্থিত হতে পারবেন না বলে মহুয়া আগে থেকেই চিঠি দিয়ে সবটা জানানোয় তাঁকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু এর মাঝেই সোমবার রাতে ফের মহুয়াকে ইডি চিঠি পাঠানোয় প্রতিহিংসার রাজনীতির তথ্যই উঠে আসছে রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, আগামী সপ্তাহে তৃণমূল নেত্রীকে দিল্লিতে ইডি-র সদর দফতরে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে। তবে ঠিক কোন দিন যেতে হবে তা এখনও স্পষ্ট নয়।