Tuesday, December 16, 2025

একশো দিনের বকেয়া মেটাতে আট সদস্যের টাস্কফোর্স রাজ্যের

Date:

একশো দিনের কাজের বকেয়া টাকা সঠিক প্রাপকদের হাতে তুলে দিতে এবার আট সদস্যের টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। পঞ্চায়েত সচিব পি উলগানাথনের নেতৃত্বে ৮ সদস্যের এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে তিনজন সচিব পর্যায়ের আধিকারিক রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের ২৪ লক্ষ ৫০ হাজার যোগ্য প্রাপকের হাতে পৌঁছে যাবে এই টাকা।

কেন্দ্র সরকারের কাছে একশো দিনের বকেয়া চেয়ে বৈঠক, আন্দোলনের পরেও সাধারণ মানুষ তাদের প্রাপ্য না পাওয়ায় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকেই সেই টাকা দেওয়ার ঘোষণা করেন। সেই কার্যকর সম্পূর্ণ করতে প্রথমেই শুরু হয় যোগ্য প্রাপকদের নামের তালিকা তৈরির কাজ। প্রাথমিক সমীক্ষার পর শুরু হয় নথি যাচাই ও সঠিক প্রাপক যাচাইয়ের কাজ। রাজ্যের উদ্দেশ্য যাতে কোনওভাবেই ভুয়ো জবকার্ড হোল্ডারদের হাতে টাকা না চলে যায়, এবং যোগ্য প্রাপকরাই টাকা পায়। তার জন্য একাধিকবার যাচাই করার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তী ধাপে বঞ্চিতদের তালিকায় আধার সংযোগ না থাকা এমন জবকার্ডধারীদের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু করা হয়েছে। মূলত ভুয়ো জবকার্ডধারীর অ্যাকাউন্টে টাকা যাতে না ঢোকে, তারজন্যই এই আধার সংযোগ করার ব্যবস্থা চালু করা হয়েছিল। তবে সম্প্রতি বাংলার বিভিন্ন প্রান্তে বহু মানুষের আধার সংযোগ বিচ্ছিন্ন করেছে কেন্দ্র সরকার। তাঁদের মধ্যে একশো দিনের কাজের টাকা না পাওয়া ব্যক্তিরা রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই সংখ্যা অনেকটাই কম বলে প্রশাসনের অনুমান।

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version