Sunday, August 24, 2025

আমিন সায়ানি (Ameen Sayani) নামটা শুধু একজন ঘোষক বা সঞ্চালকের নয়, একটা গোটা প্রজন্মের রেডিও প্রীতির আবেগ তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। কিন্তু মঙ্গলের সন্ধ্যায় শেষ হল তাঁর পথ চলা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত আমিন সায়ানি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর (Ameen Sayani Passes Away)। পরিবার সূত্রে জানা যায় শিল্পীর হার্ট অ্যাটাক হওয়া মাত্রই দ্রুত তাঁকে দক্ষিণ মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে (HN Relience Foundation Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর চলে যাওয়া আটকাতে পারেননি চিকিৎসকরা।ভারাক্রান্ত শ্রোতাদের হৃদয়।

 

রেডিও প্রেমীদের সঙ্গে আমিনের যোগাযোগ স্থাপনে শুধু তাঁর কণ্ঠ নয়, বাচনভঙ্গিও যেন এক আলাদা মাত্রা যোগ করেছিল। প্রায় ৫৪ হাজারেরও বেশি রেডিও প্রোগ্রামের জন্য প্রযোজনা/ভয়েস-ওভারের কাজ করেছেন। প্রায় ১৯ হাজার জিঙ্গেলের কণ্ঠ হয়ে ওঠার জন্য লিমকা বুক অফ রেকর্ডসেও তাঁর নাম তালিকাভুক্ত হয়েছে। তাঁর ‘বিনাকা গীতমালা’ অল ইন্ডিয়া রেডিওর (AIR ) বিবিধ ভারতীতে প্রায় ৪২ বছর ধরে সম্প্রচারিত হয়েছিল। আমিন সায়ানি বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপ ও অন্যান্য বয়সজনিত রোগে ভুগছিলেন। প্রায় বারো বছর ধরে পিঠের ব্যথায় ওয়াকারের মাধ্যমে চলাচল করতেন। বিনোদন জগতেও আমিনের অবদান অপরিসীম। চলচ্চিত্র তারকাদের উপর ভিত্তি করে তাঁর অনুষ্ঠান ‘এস কুমারস কা ফিল্মি মুকাদ্দামা’, রেডিও শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে। ‘ভূত বাংলা’, ‘তিন দেবিয়ান’ এবং ‘কাতল’-এর মতো চলচ্চিত্রেও ঘোষক হিসেবে কাজ করেছেন তিনি। এক প্রজন্মের মননে আমিন সায়ানি মানেই কৈশোরের নস্টালজিয়া, যা কোনওদিন ভোলার নয়। সমাজমাধ্যমের স্মৃতিচারণায় তাই এক অপূরণীয় শূন্যস্থানের দীর্ঘশ্বাস। মুম্বইয়ে আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version