Thursday, May 15, 2025

বুন্দেসলিগায় এই মরসুমে অচেনা লাগছে বায়ার্ন মিউনিখের। যে প্রতিযোগিতায় তারা সর্বশেষ ১১ বারের চ্যাম্পিয়ন, সেখানে এই মরসুমে এখনও পর্যন্ত শীর্ষে থাকা লেভারকুসেনের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে বায়ার্ন। এমনকী, পরিস্থিতি এমনই যে সর্বশেষ তিনটি ম্যাচেই হেরেছে বায়ার্ন। এর পর থেকেই শোনা যাচ্ছিল, চাকরি চলে যেতে পারে বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেলের। সেই গুঞ্জনই এবার সত্যি হলো। টুখেলকে আর রাখবে না বায়ার্ন। তবে এখনই নয়, টুখেল ক্লাব ছাড়বেন মরসুম শেষে। বুধবার এক বিবৃতিতে মরসুম শেষে টুখেলের বিদায়ের খবর নিশ্চিত করেছে বায়ার্ন।

বায়ার্ন জানিয়েছে, এফসি বায়ার্ন মিউনিখ ও প্রধান কোচ টমাস টুখেল যৌথভাবে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। এখন সেটি ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে। ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন ও টুখেলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিগে ৮ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর কাছে ১-০ গোলে হেরে গেছে। জার্মান কাপ থেকেও ছিটকে পড়েছে জার্মানির সবচেয়ে সফল ক্লাবটি।

এর আগে জানুয়ারির শেষ দিকেই জানা গিয়েছিল, বায়ার্নের কর্তাব্যক্তিরা টুখেলের পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। এই খবর সামনে আসার পর বিশেষ কিছু করতে পারেননি টুখেল।আগামী মরসুমে নতুন কোচ হিসেবে প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সুলশার অথবা রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ জিনেদিন জিদানকে দায়িত্ব দিতে পারে বায়ার্ন।

 

Related articles

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...

দুমুখো ট্রাম্প, অ্যাপেলকে ভারতে কারখানা গড়তে না আমেরিকার

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না...
Exit mobile version