Friday, May 16, 2025

অপেক্ষার অবসানে চারহাত এক হল। স্বামী-স্ত্রী হলেন রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি (Rakul Preet Singh-Jackky Bhagnani Wedding)। দুপুর সাড়ে তিনটে নাগাদ সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকা যুগল। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে এই জুটি দুই মতে বিয়ে সারলেন। রকুলপ্রীত নিজে শিখ, তাই প্রথম অনন্তকারজ (শিখদের বিয়ের অনুষ্ঠান) হয় এবং তারপর সিন্ধি (যেহেতু জ্যাকি সিন্ধি) নিয়ম মেনে বিয়ে হয়। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই নব জীবন শুরু করলেন দীর্ঘদিনের প্রেমিক জুটি। যদিও এখনও পর্যন্ত নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি।

শনিবার থেকেই এই বিয়ে নিয়ে আনন্দ অনুষ্ঠান শুরু হয়। গতকাল পরিবার এবং বন্ধুদের সঙ্গে চুটিয়ে সঙ্গীতের অনুষ্ঠান উপভোগ করেন যুগলে à§· সঙ্গীতে বলিউডি থিম রাখা হয়েছিল à§· জমকালো পোশাকে হাজির ছিলেন অতিথিরা । তাঁদের সম্পর্ক উদযাপনে প্রেমের গান ‘বিন তেরে’ রকুলের প্রতি উৎসর্গ করে হবু স্ত্রীকে অবাক করে দেন জ্যাকি à§· মেহেন্দিতেও ছিল চমক। সূত্রের খবর, মেহেন্দির অনুষ্ঠানে ‘মুন্ডিয়া তু বচকে রহি’ গানের সঙ্গে পা মিলিয়েছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। অন্যদিকে, হাতে মেহেন্দি পরে রকুলের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ভূমি পেডনেকর। রকুলের বিয়েতে নজর কেড়েছেন শাহিদ ও মীরা রাজপুতও। গোয়ার সৈকতের পটভূমিতে ফুল দিয়ে সাজানো তাঁদের বিয়ের মণ্ডপের ছবিও ভাইরাল হয়েছে অনলাইনে à§· আজ রকুল- জ্যাকির বিয়ে শুরু হয় বেলা এগারোটায় à§· সকালে নায়িকার চুড়ার অনুষ্ঠান শেষে বিয়ের তোরজোড় শুরু হয়। তারপর বিকেল সাড়ে তিনটের পর আইটিসি গ্র্যান্ড সাউথ গোয়াতে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা à§· বিবাহমণ্ডপে ছিলেন শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা, বরুণ ধাওয়ান, ভূমি পেদনেকর, আয়ুষ্মান খুরানা, অক্ষয় কুমার এবং অর্জুন কাপুরের মতো সেলিব্রিটিরা। বিয়ের পর আফটার ওয়েডিং পার্টি হবে বলেই খবর।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version