Wednesday, August 20, 2025

বুন্দেসলিগায় এই মরসুমে অচেনা লাগছে বায়ার্ন মিউনিখের। যে প্রতিযোগিতায় তারা সর্বশেষ ১১ বারের চ্যাম্পিয়ন, সেখানে এই মরসুমে এখনও পর্যন্ত শীর্ষে থাকা লেভারকুসেনের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে বায়ার্ন। এমনকী, পরিস্থিতি এমনই যে সর্বশেষ তিনটি ম্যাচেই হেরেছে বায়ার্ন। এর পর থেকেই শোনা যাচ্ছিল, চাকরি চলে যেতে পারে বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেলের। সেই গুঞ্জনই এবার সত্যি হলো। টুখেলকে আর রাখবে না বায়ার্ন। তবে এখনই নয়, টুখেল ক্লাব ছাড়বেন মরসুম শেষে। বুধবার এক বিবৃতিতে মরসুম শেষে টুখেলের বিদায়ের খবর নিশ্চিত করেছে বায়ার্ন।

বায়ার্ন জানিয়েছে, এফসি বায়ার্ন মিউনিখ ও প্রধান কোচ টমাস টুখেল যৌথভাবে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। এখন সেটি ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে। ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন ও টুখেলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিগে ৮ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর কাছে ১-০ গোলে হেরে গেছে। জার্মান কাপ থেকেও ছিটকে পড়েছে জার্মানির সবচেয়ে সফল ক্লাবটি।

এর আগে জানুয়ারির শেষ দিকেই জানা গিয়েছিল, বায়ার্নের কর্তাব্যক্তিরা টুখেলের পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। এই খবর সামনে আসার পর বিশেষ কিছু করতে পারেননি টুখেল।আগামী মরসুমে নতুন কোচ হিসেবে প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সুলশার অথবা রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ জিনেদিন জিদানকে দায়িত্ব দিতে পারে বায়ার্ন।

 

Related articles

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, ঘণ্টা তিনেকের মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...
Exit mobile version