Saturday, August 23, 2025

ডবল ইঞ্জিনের মধ্যপ্রদেশে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি! রিপোর্ট সিএজির

Date:

বাংলা প্রকৃত প্রাপকের তালিকা দেওয়ার পরও গত কয়েক বছর ধরে আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। অথচ ডবল ইঞ্জিনের মধ্যপ্রদেশে আবাস যোজনায় অযোগ্যদের টাকা দিয়ে চলেছে মোদি সরকার। এবার এই রিপোর্ট প্রকাশ্যে আনল ভারতের কম্পট্রোলার অডিটর জেনারেল বা সিএজি। যেখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যপক দুর্নীতি। ১,৫০০ এরও বেশি অযোগ্যকে ১৫ কোটি টাকা দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। শুধু তাই নয়, চরম দারিদ্রতায় থাকা এসসি এবং এসটি সম্প্রদায়কে বঞ্চিত করে ৮,০০০ এরও বেশি সচ্ছ্বল পরিবার সরকারি সমস্ত সুবিধা ভোগ করছেন।

দারিদ্র বিমোচনের লক্ষ্যে ২০১৬ সালে পাবলিক হাউজিং প্রোগ্রাম চালু করে মোদি সরকার যার লক্ষ্য ছিল ২০২২ সালের মধ্যে গোটা দেশের সব গ্রামীণ এলাকায় কাঁচা এবং জরাজীর্ণ বাড়িতে বসবাসকারীদের পাকা বাড়ি দেওয়া হবে। তবে এই প্রকল্পের বাস্তব ছবিটা যে কত ভয়াবহ তা উঠে এল বিজেপি শাসিত রাজ্য থেকেই। গত ৮ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশ বিধানসভায় পেশ করা সিএজি রিপোর্ট। যেখানে ২০১৬-২১ সাল পর্যন্ত আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির ছবি উঠে আসে। রিপোর্ট বলছে, এই সময়কালে ২৬ লক্ষ ২৮হাজার ৫২৫টি বাড়ি মঞ্জুর করা হয় এবং ২৪,৭২৩ কোটি টাকা সুবিধাভোগীদের দেওয়া হয়। যার ৮২.৩৫ শতাংশ বাড়ি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে আবাস যোজনায় প্রাপক হতে গেলে যে মাপকাঠি প্রয়োজন তা মানা হয়নি। যাদের বাড়ির টাকা দেওয়া হয়েছে তাঁদের মধ্যে ২,০৩৭ টি পরিবারের ৪ চাকার গাড়ি রয়েছে। এই ২,০৩৭ অযোগ্য সুবিধাভোগীর মধ্যে ১,৫৫৫ জনকে ১৫.৬৬ কোটি টাকার PMAY-G সহায়তা দেওয়া হয়েছে রিপোর্টে জানিয়েছে সিএজি। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ পুড়েছে বিজেপি সরকারের।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version