Wednesday, August 20, 2025

২০১১ সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বামেরা যে কতটা জনবিচ্ছিন্ন তার প্রমাণ ভোটবাক্সেই মিলেছে। ছাত্র ও যুব সম্প্রদায়কে সামনে রেখে নতুন করে জনসংযোগ শুরু করেছে বাম নেতৃত্ব। লোকসভা ভোটের আগেও সদস্য সংগ্রহের মধ্যে দিয়ে বাম ছাত্র সংগঠনের জনসংযোগ করার চেষ্টা আবার প্রমাণ করছে তারা কতটা জনবিচ্ছিন্ন। কলকাতা নির্ভর সদস্যের বাইরে বেরোনোর চিন্তাভাবনা দিয়ে অস্তিত্ব রক্ষার লড়াই।

সাংসদ বিধায়কের অঙ্কে শূন্যে নেমে যাওয়ার পর নিজেদের অন্দরেই প্রবল সমালোচিত বাম নেতৃত্ব। নেতৃত্বের ভুলেই সাধারণ মানুষ এমনকি নিচুস্তরের কর্মীরা যে রাজ্যের সিপিআইএম-এর থেকে দূরে সরে গিয়েছে, তা বারবার উঠে এসেছে দলীয় বৈঠকে। তারপরই ছাত্র-যুবদের সামনে রেখে নতুনভাবে জনসংযোগের পথে নামার পরিকল্পনা করে বামেরা।

প্রবীন নেতৃত্বদের দ্বায়িত্ব বামেদের নবীন প্রজন্মই কাঁধে তুলে নিয়ে নতুন করে জনসংযোগের চেষ্টা শুরু করেছে লোকসভা ভোটের আগে। এতদিন SFI-এর সদস্য সংগ্রহ বাংলা ও হিন্দি ফর্ম দিয়ে হত শুধুমাত্র। অর্থাৎ কলকাতা ও শহরতলির কলেজ থেকে সদস্য সংগ্রহই ছিল মূল লক্ষ্য বামেদের। এবছর থেকে নেপালি, কুর্মালি, সাঁওতালি, উর্দু ভাষাতে সদস্য সংগ্রহের কাজ শুরু করল SFI।

লোকসভা ভোটের আগে বামেদের পায়ের তলার মাটি নেই সংখ্যাতত্ত্বের বিচারে। কংগ্রেসের সঙ্গে জোট করে আদতে রাজ্যে বিজেপি বিরোধী ভোট দুভাগ করে বিজেপিকেই সুবিধা করে দেওয়ার খেলায় মেতেছে তারা। তবে ভবিষ্যতে বাম আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন আঞ্চলিক ভাষায় সদস্য সংগ্রহের পন্থা কাজে লাগতে পারে বলে আশা বাম নেতৃত্বর। তার জন্য আঞ্চলিক কলেজস্তর থেকে যাতে সহজে সদস্য সংগ্রহ করা সম্ভব হয়, সেই লক্ষ্যে আঞ্চলিক ভাষায় সদস্য সংগ্রহে মাঠে SFI।

Related articles

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...
Exit mobile version