Saturday, May 17, 2025

সম্প্রীতি রক্ষায় পথ দেখাবে বাংলা, বিভেদকারীদের একদিনও সহ্য নয়: একুশের মঞ্চে গর্জে উঠলেন মমতা

Date:

মুসলিম অফিসার দেখলে পাকিস্তানি বলবেন? পাগড়ি দেখলেই খালিস্তানি? যাঁরা এসব বলেন তাঁরা সমাজের কলঙ্ক। বুধবার, দেশপ্রিয় পার্কে ভাষা শহিদ স্মরণের মঞ্চে থেকে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার কথায়, ধর্মীয় বিভেদকারীদের একদিনও সহ্য করা নয়। সম্প্রীতি রক্ষায় পথ দেখাবে বাংলাই।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এদিন দেশপ্রিয় পার্কে অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের পাশাপাশি সংস্কৃতিক জগতের নক্ষত্ররা উপস্থিত ছিলেন। সেখানেই বলতে উঠে বাংলার ভাষার তাৎপর্যের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “আমরা সব ভাষাকে সম্মান করি। আমাদের বাংলার বিশেষত্ব এটাই যে আমরা এখানে সবাইকে নিজেদের ভাষায় মত প্রকাশের স্বাধীনতা দিই।“ নাম না করেই BJP-র ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে খোঁচা দেন মমতা।

আরও পড়ুন: নারীবাহিনীর লড়াইকে কুর্নিশ অভিষেকের, মহিলাকর্মী নিগ্রহে গ্রেফতারের দাবিতে কুণালের নেতৃত্বে নন্দীগ্রাম থানায় অবস্থান TMC-র

এরপরেই গর্জে ওঠে বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, “আজ বাংলার সংস্কৃতিকে অপমানের চক্রান্ত চলছে। বাংলা সব সংস্কৃতিকে সম্মান জানায়। এখন জোর করে চাপিয়ে দেওয়ার রাজনীতি চলছে। আমরা আমাদের সংস্কৃতিকে রক্ষা করব।“ মমতা জানান, বাংলায় সব ভাষাভাষীর মানুষকে সম্মান জানানো হয়। “গোর্খা, পাঞ্জাবি, গুজরাটি নানা ভাষার মানুষ আছেন, যাঁদের আমরা সম্মান করি।“ তবে, শুধু মাতৃভাষাই নয়, তার পাশাপাশি ইংরাজি শেখার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। “যুব সম্প্রদায়কে অনুরোধ ইংরেজি শিখুন কিন্তু বাংলাকে অসম্মান নয়।“

এরপরেই সন্দেশখালিতে শিখ আইপিএস অফিসারকে বিজেপি বিধায়কদের খালিস্তানে বলে আক্রমণের তীব্র প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। এদিন মঞ্চে বলেন, “কেউ যদি ভাবেন চ্যানেলে বসে বাংলাভাষাকে অপমান করবেন, তবে ভুল করছেন। পাঞ্জাবি অফিসার কী দোষ করেছিলেন, পাগড়ি পরে ডিউটি করছে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? দু’একজন গজিয়ে উঠছে যাঁরা বাংলাকে লাঞ্ছনা করছে, আমি তাঁদের বলে রাখি আগামী দিনে আপনারা ভাল থাকুন। আমরা মাথানত করতে জানি না। মাথা উঁচু করে চলি।“

এদিনের ভাষা দিবসের অনুষ্ঠানটি মুখ্যমন্ত্রী প্রখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলায় সব ভাষার প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছেন। সব ভাষার নিজস্বতা রয়েছে। আমরা সব ভাষাকে সম্মান করি। বাংলার বিশেষত্ব এখানে নিজের ভাষায় মত প্রকাশ করার স্বাধীনতা দেওয়া হয় নিজের ভাষায় কথা বলার জন্য উৎসাহিত করা হয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলার সংস্কৃতিকে ছিন্নভিন্ন করে দেওয়ার চক্রান্ত চলছে। যে সংস্কৃতি অপসংস্কৃতি নয় সেই সংস্কৃতিকে লাঞ্ছনা করে কিছু একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আপনারা শপথ নিন কাউকে আমাদের উপর কোনও বোঝা চাপিয়ে দিতে দেব না। সংস্কৃতিকে অপসংস্কৃতি হতে দেব না। মুসলিম অফিসার দেখলে পাকিস্তানি বলবেন? পাগড়ি দেখলেই খালিস্তানি? যারা এইসব মন্তব্য করে তারা সবচেয়ে বড় কলঙ্ক।“ মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা মাথা নত করিনা। বাংলা মাথা উঁচু করে চলে। সম্প্রীতি রক্ষায় বাংলাই দেশকে পথ দেখাবে।“

মমতার (Mamata Banerjee) কথায়, ২১ মানেই আন্দোলন, ২১ মানেই আলড়ন, ২১ মানেই জাগরণ, ২১ মানেই মনের আগুন, ২১ মানেই প্রতিবাদে জাগুন, ২১ মানেই ভোরের আলো, ২১ মানেই অঙ্গীকার। সব শেষে নিজের লেখা কবিতা পড়া শোনান মুখ্যমন্ত্রী।

Related articles

মুম্বইয়ে সক্রিয় আইএস স্লিপার সেল! NIA-র হাতে গ্রেফতার ২

দেশের ভিতরেই সক্রিয় ছিল পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল (sleeper cell)। পহেলগাম হামলায় (Pahalgam attack) ২৬ জনের মৃত্যুর পরে...

বেকবাগানের কাছে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ফের মহানগরীতে অগ্নিকাণ্ড। শনিবার, দুপুর ৩টের কিছু পরে বেকবাগানের কাছে বহুতলে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যাওয়া একটি ফ্লোর...

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সইফ-তাব্বুকে বেকসুর খালাস কেন, হাইকোর্টে রাজস্থান সরকার

সময়টা ভালো যাচ্ছে না বলিউড (Bollywood) তারকাদের। কখনও প্রাণনাশের হুমকি, কখনওবা নিজের বাড়িতে হামলায় আক্রান্ত হচ্ছেন টিনসেল টাউনের...

লক্ষ্য উন্নয়ন, গ্রামবাংলার সার্বিক রাস্তা নির্মাণে রেকর্ড রাজ্যের

বাংলার গ্রামীণ রাস্তা নির্মাণে নতুন রেকর্ড তৈরি করল রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...
Exit mobile version