Tuesday, December 16, 2025

কৃষক আন্দোলন দমনে নয়া ছক মোদি সরকারের, সমর্থকদের এক্স হ্যান্ডেল ব্লকের নির্দেশ

Date:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে কৃষকদের (Farmers) আন্দোলনে চরম অস্বস্তিতে কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। কৃষকদের দাবি মানতে টালবাহানা করলেও আন্দোলনকারীদের ঠান্ডা করতে ইতিমধ্যেই দাঁত-নখ বের করেছে মোদি সরকার (Modi Govt)। তবে শুধু এইটুকুতেই আটকে নেই কেন্দ্রের শাসক দল। কৃষক বিক্ষোভ দমনে আন্দোলনকারীদের সমর্থকদের আটকাতেও অতিসক্রিয় হল সরকার। আর এই তথ্য প্রকাশ্যে এনেছে এক্স। সংস্থার তরফে দাবি করা হয়েছে, কৃষকদের সমর্থনকারী এমন একাধিক ব্যক্তি বা সংগঠনের অ্যাকাউন্ট এবং পোস্ট ব্লক করে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। নির্দেশ না মানলে জরিমানার পাশাপাশি কর্মীদের গ্রেফতার করা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মোদি সরকারের এহেন হুঁশিয়ারি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে জোর বিতর্ক।

বৃহস্পতিবার সকালে এক্স-এর অফিশিয়াল অ্যাকাউন্টে এ প্রসঙ্গে জানানো হয়, ভারত সরকারের ব্লকিং গাইডলাইন মেনে চলার বাধ্যবাধকতায় তা কার্যকর করা হলেও নীতিগতভাবে এই সিদ্ধান্তে সহমত নয়। একইসঙ্গে জানানো হয়, আইনি সীমাবদ্ধতার কারণে সংস্থা সরকারি আদেশগুলি প্রকাশ করতে অক্ষম, তবে স্বচ্ছতার স্বার্থে সেগুলি সর্বজনীন করা প্রয়োজন বলে মনে করে সংস্থা। মানুষের মতপ্রকাশের অধিকারের বিরুদ্ধে এই স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরোধিতা করা হয় এক্সের তরফে। জানা যাচ্ছে, সরকারের নতুন নির্দেশে উল্লিখিত অ্যাকাউন্টগুলির বেশিরভাগই চলমান কৃষক আন্দোলনের সমর্থনে পোস্ট করা টুইট।

এক্স তাদের হ্যান্ডেলে বলেছে, সরকারি আদেশ মানার বাধ্যবাধকতায় আমরা একমাত্র ভারতেই এই অ্যাকাউন্ট এবং পোস্টগুলি বন্ধ রাখব। তবে আমরা এই কার্যকলাপের সঙ্গে সহমত নই এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এমন পোস্টের বিরোধিতা করা উচিত নয়।

 

 

 

 

Related articles

মঙ্গলের ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ, মৃত অন্তত ৪

মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। সকালের আলো ভালো করে ফোটার আগেই রাত ভোর ৪টে নাগাদ...

থ্রিলারের মুখোশে সমাজের অস্বস্তিকর আয়না দেখাল আতিউল ইসলামের ‘দানব’

বদলে গেছে বাংলা ছবির খোলনলচে। চিরাচরিত রোম্যান্টিক ফ্রেমের বাইরে দাঁড়িয়ে কঠিন সত্যিকে সাহসী পদক্ষেপে সকলের সামনে তুলে ধরার...

রক্তাক্ত ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর লড়াই, শহিদ ১ পুলিশকর্মী

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir Terrorist activity)। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী মৃত্যুর...

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...
Exit mobile version