Monday, August 25, 2025

“কোনও জনগোষ্ঠীকে তফসিলি মর্যাদা দেওয়ার অধিকার নেই”! ‘বিতর্কিত নির্দেশ’ বাতিল মনিপুর হাই কোর্টের

Date:

প্রায় ১০ মাসেরও বেশি সময় কেটে গেলেও অশান্তি থামছে না মনিপুরে (Manipur)। মণিপুরের মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি-সহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে দু’শো জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ঘরছাড়ার সংখ্যা প্রায় ৬০ হাজার। এবার মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ (Directions) যে অনুচ্ছেদে দেওয়া হয়েছিল, তা এবার মুছে দিল মনিপুর হাই কোর্ট (Manipur High Court)। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে আচমকা এমন সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। বিরোধীদের দাবি, মনিপুরের জাতিগত হিংসার পিছনে হাই কোর্টের একটি রায় সবকিছু পরিস্থিতি ওলটপালট করে দেয় বলে খবর। পরে সেই পথেই হেঁটে ক্ষতে কিছুটা প্রলেপ লাগানোর চেষ্টা মণিপুরের ডবল ইঞ্জিন সরকারের।

সূত্রের খবর, গত বছরের ২৭ মার্চ হাই কোর্ট নির্দেশ দেয়, মনিপুরের মেতেইদের তফসিলি উপজাতির তালিকাভুক্ত করা যায় কিনা সেই নিয়ে চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে। আদালতের এই রায়ের পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা মনিপুর। মেতেইদের পক্ষে আদালতের রায়ের বিরোধিতায় চরম অশান্ত হয়ে ওঠে কুকিরা। এদিকে কুকি জনজাতি সংগঠনের তরফে গত অক্টোবর মাসেই হাই কোর্টে ওই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছিল। কিন্তু এতদিন পেরলেও তা নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি সরকার। কিন্তু আচমকাই লোকসভা ভোট এগিয়ে আসতেই বৃহস্পতিবার সেই আবেদনে সাড়া দিয়ে ‘বিতর্কিত’ অনুচ্ছেদটি বাদ দিল হাই কোর্ট।

এদিন হাই কোর্টের বিচারপতির বেঞ্চ সাফ জানিয়েছে, আইনের ভুল ব্যাখ্যার কারণে ওই নির্দেশ দেওয়া হয়েছিল। আবেদনকারীপক্ষ ভুল ধারণার কারণে আদালতকে এই সংক্রান্ত আইন ব্যাখ্যা করতে পারেনি। এ প্রসঙ্গেই সুপ্রিম কোর্টের একটি রায়ের উদাহরণ দিয়ে তিনি জানান, কোনও জনগোষ্ঠীকে তফসিলি হিসাবে মর্যাদা দেওয়ার অধিকার কোনও আদালতের নেই।

 

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version