Thursday, August 21, 2025

কৃষক আন্দোলন দমনে নয়া ছক মোদি সরকারের, সমর্থকদের এক্স হ্যান্ডেল ব্লকের নির্দেশ

Date:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে কৃষকদের (Farmers) আন্দোলনে চরম অস্বস্তিতে কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। কৃষকদের দাবি মানতে টালবাহানা করলেও আন্দোলনকারীদের ঠান্ডা করতে ইতিমধ্যেই দাঁত-নখ বের করেছে মোদি সরকার (Modi Govt)। তবে শুধু এইটুকুতেই আটকে নেই কেন্দ্রের শাসক দল। কৃষক বিক্ষোভ দমনে আন্দোলনকারীদের সমর্থকদের আটকাতেও অতিসক্রিয় হল সরকার। আর এই তথ্য প্রকাশ্যে এনেছে এক্স। সংস্থার তরফে দাবি করা হয়েছে, কৃষকদের সমর্থনকারী এমন একাধিক ব্যক্তি বা সংগঠনের অ্যাকাউন্ট এবং পোস্ট ব্লক করে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। নির্দেশ না মানলে জরিমানার পাশাপাশি কর্মীদের গ্রেফতার করা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মোদি সরকারের এহেন হুঁশিয়ারি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে জোর বিতর্ক।

বৃহস্পতিবার সকালে এক্স-এর অফিশিয়াল অ্যাকাউন্টে এ প্রসঙ্গে জানানো হয়, ভারত সরকারের ব্লকিং গাইডলাইন মেনে চলার বাধ্যবাধকতায় তা কার্যকর করা হলেও নীতিগতভাবে এই সিদ্ধান্তে সহমত নয়। একইসঙ্গে জানানো হয়, আইনি সীমাবদ্ধতার কারণে সংস্থা সরকারি আদেশগুলি প্রকাশ করতে অক্ষম, তবে স্বচ্ছতার স্বার্থে সেগুলি সর্বজনীন করা প্রয়োজন বলে মনে করে সংস্থা। মানুষের মতপ্রকাশের অধিকারের বিরুদ্ধে এই স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরোধিতা করা হয় এক্সের তরফে। জানা যাচ্ছে, সরকারের নতুন নির্দেশে উল্লিখিত অ্যাকাউন্টগুলির বেশিরভাগই চলমান কৃষক আন্দোলনের সমর্থনে পোস্ট করা টুইট।

এক্স তাদের হ্যান্ডেলে বলেছে, সরকারি আদেশ মানার বাধ্যবাধকতায় আমরা একমাত্র ভারতেই এই অ্যাকাউন্ট এবং পোস্টগুলি বন্ধ রাখব। তবে আমরা এই কার্যকলাপের সঙ্গে সহমত নই এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এমন পোস্টের বিরোধিতা করা উচিত নয়।

 

 

 

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version