Wednesday, August 20, 2025

পঞ্চায়েতের কর্মীদের রাজ্য সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া শুরু

Date:

পঞ্চায়েত কর্মীদের রাজ্য সরকারি স্বাস্থ্য বিমাবপ্রকল্পের আওতায় আনার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের কর্মীদের রাজ্য সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের (Health Insurance Scheme) আওতায় আনার প্রক্রিয়া শুরু হল। আগামী সপ্তাহের মধ্যেই পঞ্চায়েত কর্মীদের ওই প্রকল্পের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সূত্রে খবর। এর ফলে, প্রায় ৪০ হাজার পঞ্চায়েতের কর্মী, পেনশন প্রাপক এবং তাঁদের উপর নির্ভরশীল পরিবারের সদস্য মিলিয়ে প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ উপকৃত হবেন।

গত ডিসেম্বরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত কর্মীদের রাজ্য সরকারি স্বাস্থ্যবিমার (Health Insurance Scheme) আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়। ১০ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবার নাম নথিভুক্ত করণের প্রক্রিয়া শুরু হচ্ছে। রাজ্য সরকারি স্বাস্থ্য বীমা বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের নির্দিষ্ট পোর্টালেই পঞ্চায়েত কর্মীরা তাদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানাতে পারবেন। কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদেরও নাম, ঠিকানা, ছবি, আধার নম্বর এবং অন্যান্য পরিচয়পত্রের ফোটোকপি-সহ আবেদন করতে হবে। কর্মীদের স্ত্রী, বাবা, মা, মেয়ে এবং ২৪ বছর বয়স পর্যন্ত বয়সী ছেলে এই প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

আপলোড করা তথ্য যাচাইয়ের ভিত্তিতে বিডিও অফিস থেকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির কর্মীদের অনুমোদনপত্র বা প্রয়োজনীয় শংসাপত্র দেওয়া হবে। আর জেলা পরিষদের আধিকারিকদের জন্য এই কাজ করবেন জেলা পরিষদের এগজিকিউটিভ অফিসার।

এই শংসাপত্র দেখলেই সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিংহোমে মিলবে স্বাস্থ্যবিমার সুবিধা।
ফলে তাঁরাও এবার থেকে প্রথমে দেড় লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসা খরচ দেড় লক্ষ টাকার বেশি হলে, রাজ্য সরকার তা খতিয়ে দেখে পরিশোধের ব্যবস্থা করবে।

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version